X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বাচ্চাদের খেলার জায়গা নেই, থাকলেও খেলার উপযোগী নয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০১৬, ১৫:৫৭আপডেট : ০৮ মে ২০১৬, ১৬:৪৫

আপনার এলাকায় বাচ্চাদের খেলাধুলার জায়গা আছে কি? আজকের শিশুরাই ভবিষ্যতের দিকনির্দেশক। তাদের মধ্যে থেকেই কেউ হয়ত হবে আগামীর নেতা। আর সে কারণে তাদের বিকাশের সুযোগ করে দেওয়া অপরিহার্য।
বাচ্চাদের দৈহিক, মানসিক, সামাজিক বিকাশ এবং বিনোদনের জন্য খেলার মাঠের কোনও বিকল্প নেই। একটি আদর্শ নগরীতে বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা রাখা এবং বিনোদনের ব্যবস্থা করা সিটি করপোরেশনের প্রধান দায়িত্বগুলোর একটি।  
এই ক্ষেত্রে অনেকটাই উদাসীন চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রাম নগরীতে বাচ্চাদের খেলার পর্যাপ্ত জায়গা নেই আর থাকলেও তা খেলার উপযোগী নয় বলে মনে করেন জরিপে অংশগ্রহণকারীরা। চট্টগ্রাম সিটি করপোরেশনে ১৮০০ জনের ওপর মেয়রের কাজের পর্যালোচনা নিয়ে বাংলা ট্রিবিউন জরিপ পরিচালনা করে।

জরিপে অংশগ্রহণকারীদের ৬৭ দশমিক ৩৯ শতাংশ জানিয়েছেন তাদের এলাকায় বাচ্চাদের খেলাধুলার জন্য প্রয়োজনীয় জায়গা নেই। যেখানে ৩২ দশমিক ৬১ শতাংশ তাদের এলাকায় বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা থাকার কথা জানিয়েছেন।

থাকলে সেটি বাচ্চাদের খেলার উপযোগী বলে মনে করেন কি?

অন্যদিকে, ৮৩ দশমিক ০৬ শতাংশের মতে তাদের এলাকায় খেলার মাঠ থাকলেও তা খেলার অনুপযোগী। অন্যদিকে মাত্র ১৬ দশমিক ৯৪ শতাংশ মনে করেন তাদের এলাকার মাঠগুলো খেলার জন্য উপযুক্ত।   

জরিপ পরিচালনা:  বাংলা ট্রিবিউন

জরিপ পরিচালনার সময়: ২০ এপ্রিল-২৫ এপ্রিল       

নমুনা (sample) সংগ্রহের প্রক্রিয়া:


১. চট্টগ্রাম সিটি করপোরেশনে ১ হাজার ৮০০ জনের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।

২. প্রতিটি ওয়ার্ড থেকে নমুনা সংগ্রহ করা হয়।

৩. নারী-পুরুষ অংশগ্রহণকারীর সংখ্যা সমান রাখা হয়েছে। অর্থাৎ নারী ৯০০ জন ও পুরুষ ৯০০ জন।

৪. দৈবচয়ন পদ্ধতিতে নির্বাচিত প্রতি অংশগ্রহণকারীর উত্তর নেওয়ার পর ৫ মিনিট অন্তর অংশগ্রহণকারী নির্বাচন করা হয়।

৫. জরিপকারীরা একই স্থানে সর্বোচ্চ ১ ঘণ্টা অবস্থান করেছেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস