X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘সরকার ও দলীয় প্রধান একই ব্যক্তি হলে গণতন্ত্র শক্তিশালী হয় না'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৫আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৯

‘সরকার ও দলীয় প্রধান একই ব্যক্তি হলে গণতন্ত্র শক্তিশালী হয় না'

সরকার ও দলীয় প্রধান একই ব্যক্তি হলে গণতন্ত্র শক্তিশালী হয় না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. এমাজউদ্দিন আহমেদ। সরকার প্রধান একজন ও দলীয় প্রধান অন্যজনকে বানানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল নামের একটি সংগঠন।

প্রধান অতিথির বক্তব্যে এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘উন্নত দেশে যে গণতন্ত্র আছে, সেখানে সরকার প্রধান আর দলীয় প্রধান দুজন ভিন্ন ব্যক্তি। বিশ্বের বড় বড় গণতান্ত্রিক রাষ্ট্রেই এ ব্যবস্থা বিদ্যমান। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এ ব্যবস্থা প্রয়োজন। দু’পদে এক ব্যক্তি আসীন হলে কোনও পার্থক্য থাকে না। দলীয় নেতাকর্মীরাও সরকারের কর্মকর্তা হয়ে যান।’

আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে দূরদৃষ্টিসম্পন্ন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ২০১৬ তে বলেছেন, ২০৪১ সালে বাংলাদেশ কোন অবস্থায় পৌঁছাবে। এটা ভালো কথা। দূরদৃষ্টি থাকা ভালো। তার এ দূরদৃষ্টিকে অভিনন্দন জানাচ্ছি। ২০৪১ সালে বাংলাদেশ একটি উন্নত দেশ হবে।’ এসময় তিনি বলেন, ‘২০৪১ সালে না হলেও, ২০৫১ সালে হলেও শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি।’

গণতান্ত্রিক রাষ্ট্রে সকলের একই রকম সুযোগ দেওয়া প্রয়োজন জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে ঢাকা মহানগরীর প্রবেশ পথসহ প্রত্যেকটি জায়গায় অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছিল। সব মিলিয়ে এ সম্মেলন ছিল ব্যয়বহুল। ক্ষমতাসীন বলেই সম্মেলনে তারা ইচ্ছামতো জায়গা নিয়ে ইচ্ছামতো খরচ করেছে।’ গণতান্ত্রিক রাষ্ট্রে অন্যদলকেও একই সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিমের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয়তাবাদী বন্ধু দলের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটু, কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

আরএআর /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস