X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বালি ডেমোক্রেসি ফোরামে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কাজী নাবিল আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৬, ২০:৪৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ২০:৪৫

বালি ডেমোক্রেসি ফোরামে বক্তব্য রাখছেন কাজী নাবিল আহমেদ ইন্দোনেশিয়ার বালিতে চলমান নবম বালি ডেমোক্রেসি ফোরামে (বিডিএফ) বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ফোরামে বাংলাদেশের গণতন্ত্র, ধর্মীয় সহিষ্ণুতা ও সম্প্রীতির কথা তুলে ধরছেন তিনি। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দুই দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন।
‘ধর্ম, গণতন্ত্র ও বহুত্ববাদ’ স্লোগান নিয়ে শুরু হওয়া এই সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন জাতিসংঘের সাবেক মহাসচিব ও কফি আনান ফাউন্ডেশনের চেয়ারম্যান কফি আনান। বালি ফোরামের ৯৪টি সদস্য দেশ ও পাঁচটি আন্তর্জাতিক সংগঠনের একটি হিসেবে বাংলাদেশ সক্রিয়ভাবে এই সম্মেলনে অংশ নিয়ে আসছে।
সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। সম্মেলনে ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুর রহমান মোহাম্মদ ফাছিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ অধিবেশনে বক্তব্য রাখেন তিনি। ব্ক্তব্যের শুরুতেই তিনি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে শতাধিক ব্যক্তি নিহত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় গভীর শোক ও সমবেদনা জানান। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের দেশগুলোতে গণতন্ত্র ও ধর্মীয় সম্প্রীতি সমুন্নত রাখতে এসব দেশের সরকারের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিনিময়ের সুযোগ করে দিতে প্রতিবছর এই সম্মেলনের আয়োজন করার জন্য তিনি কৃতজ্ঞতা জানান ইন্দোনেশিয়া সরকারের প্রতি।
বালি ডেমোক্রেসি ফোরামে উপস্থিত অতিথিরা সাধারণ অধিবেশনে দেওয়া বক্তব্যে নাবিল আহমেদ বলেন, ‘বৈচিত্র্যময় একটি সমাজে ধর্মীয় সম্প্রীতি ও বহুত্ববাদের চর্চায় গণতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’ গণতন্ত্রের মৌলিক মূল্যবোধ অর্জনে এবং ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যয়বিচার নিশ্চিত করতে ও বৈচিত্র্যময় সংস্কৃতির অবাধ চর্চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের অধীনে বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রয়াসের কথা বক্তব্যে তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধানে ধর্মীয় ও বাকস্বাধীনতার নিশ্চয়তা দেওয়া আছে। এতে বাংলাদেশের জনগণ তাদের নিজ নিজ সংস্কৃতি ও ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন।’
বক্তব্যে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতির কথা সম্মেলনে উপস্থিত বক্তাদের জানান নাবিল আহমেদ। এ ছাড়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সহিষ্ণুতা ও বৈচিত্র্য ছড়িয়ে দিতে বাংলাদেশ সরকারের শিক্ষানীতি এবং গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকার কথাও তুলে ধরেন।
বালি ডেমোক্রেসি ফোরামের মূল সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানের সঙ্গে বৈঠক করেন নাবিল আহমেদ। জাকার্তায় বাংলাদেশি দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্সও সম্মেলনে বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্য হিসেবে অংশ নিয়েছেন।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ভারতেরই অংশ: এস জয়শঙ্কর
প্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
উপজেলা নির্বাচনপ্রথম ধাপে ৭ শতাংশ কোটিপতি প্রার্থী
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
আপাতত মেনশন নয়, আপিল বিভাগে সিরিয়াল অনুযায়ী চলবে মামলার শুনানি
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
ধূসর ছবির ঝকঝকে প্রিন্ট!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?