X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

রাজধানীতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবকের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১০

রাজধানীতে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে যুবকের লাশ উদ্ধার রাজধানীর উত্তরায় রি-লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মো. আনোয়ার আজিম (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকালে ওই পুনর্বাসন কেন্দ্রের গোসলখানা থেকে তার লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা মনে করছে পুলিশ।

মো. আনোয়ার আজিমের বাবার নাম মো. আবু সুফিয়ান। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার খুলশী উপজেলার গ্রিন হাউজিং সোসাইটির রোজ ভিলায়। উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে ৮ নম্বর সড়কের ৯৩ নম্বর বাড়ির রি-লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে আড়াই ধরে পুনর্বাসনে ছিলেন আজিম।

রি-লাইফ মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা আবু ওয়াহিদ বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার বিকাল আনুমানিক সাড়ে তিনটার দিকে গোসলখানায় যান আজিম। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় সংশ্লিষ্টরা তার দরজায় নক করতে থাকেন।

পরে গোসলখানার দরজা ভেঙে দেখা যায় পায়জামার রশি দিয়ে শাওয়ারের লোহার সঙ্গে আজিমের ঝুলন্ত দেহ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পাঁচটায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, ময়নাতদন্তের জন্য আজিমের মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সন্ধ্যায় খবর পেয়েছি। শুনেছি উত্তরার একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজন এক ব্যক্তিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসার পর তার মৃত্যু হয়েছে। আমরা খবর পেয়ে এখন হাসপাতালে যাচ্ছি। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।’

/এআইবি/এআরআর/জেএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
১০ মাসে এলো ১৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
প্রবাসী আয়ে রেকর্ড১০ মাসে এলো ১৯ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
টেকনাফে অপহরণের শিকার একই পরিবারের ৩ জনকে উদ্ধার
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে