X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ছেলের পা হারানোয় দিশেহারা পরিবার

জাকিয়া আহমেদ
১৬ মার্চ ২০১৭, ১৯:৪৪আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৯:৪৪

ঢামেকে চিকিৎসাধীন আহত নূরনবী ও তার বৃদ্ধ পিতা মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে আহত গাড়ি চালক নূরনবী হেলালের একটি পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়েছে। আর পা হারনোয় দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার।

গত ১২ মার্চ দিবাগত রাত আড়াইটার দিকে মালিবাগ রেলগেট এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে আহত দুইজনের একজন হলেন নূরনবী। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালের দ্বিতীয় তলায় নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন। আহত নূরনবীকে দেখতে গিয়ে কথা হয় তার বাবা, ভাই এবং স্ত্রীর সঙ্গে। সেখানেই তারা জানালেন, নয় সদস্যের পরিবারের একমাত্র ভরসা ছিলেন নূরনবী। তিনিই পরিবারের একমাত্র উপার্জনসক্ষম ব্যক্তি ছিলেন। এখন তাদের পরিবার কীভাবে চলবে সেই চিন্তায় দিশেহারা সবাই।

নূরনবীর ছোট ভাই ছোট ছেলে ইউসুফ নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্যারালাইজড মায়ের একমাত্র ভরসা ছিলেন বড় ছেলে। সেই ছেলেকে ফোনে না পেয়ে মা সবসময় আহাজারি করছেন। তিনি বলছেন, ‘‘আমার ছেলেরে দুইদিন ফোন দিয়া পাইনা, তারে পাইতাছি না কেন, আমার ছেলের কী হইছে, তোমরা আমারে কিছু কইতাছো না কেন?’’

ইউসুফ নবী বলেন, ‘আমার বড় ভাই এখনও অচেতন হয়ে ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালের বিছানায় পড়ে আছেন। তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়েছে। আর মাথায় জমাট বেঁধে আছে রক্ত।’

নূরনবীর বৃদ্ধ বাবা ফিরোজ আলম বলেন, ‘যে ক্ষতি আমাদের হয়ে গেল, সেটা গোটা পৃথিবী দিয়েও পূরণ করা সম্ভব না।’

ইউসুফ নবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নূরনবী উড়ালসড়কের কাজে নিয়োজিত একটি সিমেন্ট কোম্পানির গাড়ি চালাতেন। ঘটনারদিনও তিনি মুন্সীগঞ্জের মোক্তারপুর থেকে সিমেন্ট নিয়ে আসেন। ভোরে আমাকে ফোন করে বলা হয়, নূরনবী মারাত্মকভাবে আহত, তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আমি পরিবারে বিষয়টি জানায়।

তিনি আরও বলেন, ‘বড় ভাইয়ের ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় এখনও রক্ত জমাট বেঁধে রয়েছে। সিটি স্ক্যান করা হয়েছে। গত কয়েকদিন ধরে অল্প সময়ের জন্য তার জ্ঞান ফেরে। চোখ মেলে তাকিয়ে কেবল বলে, ‘আমার কী হয়েছে, পা নাড়াতে পারতেছি না কেন?’

সেদিন কী ঘটেছিল জানতে পেরেছেন কিনা জানতে চাইলে ইউসুফ নবী বলেন, ‘গত তিনদিন ধরে ভাইয়ের পাশেই রয়েছি, স্পটে এখনও যেতে পারিনি। তবে শুনেছি ১২০ টন ওজনের ভিম ক্রেন দিয়ে ওঠানোর সময় ক্রেন ভেঙ্গে পরেছে। আবার অনেকে বলছেন ফ্লাইওভারের ওপরে থাকা আরেকটি ক্রেন ধাক্কা লেগে নিচে পড়েছে। তবে সেদিন যাই হোক না কেন, ভাইয়ের পা হারানোর মধ্য দিয়ে আমাদের পরিবার সব হারিয়েছে।’

বাবা ফিরোজ আলম বলেন, ‘এই বয়সে আমি হেঁটে বেড়াচ্ছি। আর চোখের সামনে জোয়ান ছেলের পা কেটে ফেললো। সুস্থ যদি হয় তাহলে হয়তো ক্রাচে ভর দিয়ে তাকে হাঁটতে হবে। আমাদের সংসার চলবে কীভাবে তা বুঝতে পারছি না।’

নির্মাণপ্রতিষ্ঠান থেকে নূরনবীর খোঁজ নেওয়া হচ্ছে জানিয়ে ইউসুফ নবী বলেন, ‘তারা চিকিৎসা চালিয়ে যেতে বলেছেন। খরচ কোম্পানি থেকে বহন করা  হবে।’

এসময় পাশ থেকে বাবা ফিরোজ আলম বলেন, ‘কিসের চিকিৎসার খরচ, পুরো পৃথিবীর অর্ধেক দিলেও তো ছেলের পা ফেরত পাওয়া যাবে না।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
লোকসভা নির্বাচনবিজেপি ও তৃণমূলের মাথাব্যথা এখন কম ভোটার উপস্থিতি
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
দিনে টার্গেট, রাতে ট্রান্সফরমার চুরি করতে লাগে ২০-২৫ মিনিট
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র