X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ডেমরায় বিষপানে যুবকের মৃত্যু, যুবতী হাসপাতালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৭, ২২:০৩আপডেট : ২৭ মার্চ ২০১৭, ২২:০৩

ডেমরায় বিষপানে যুবকের মৃত্যু, যুবতী হাসপাতালে রাজধানীর ডেমরায় বিষপানে এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে সম্পর্ক থাকা এক যুবতী অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানে কর্তব্যরত চিকিৎসক সোমবার (২৭ মার্চ) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। এর আগের দিন রাতে ডেমরার বাঁশেরপুল এলাকায় যুবক-যুবতীর বিষপানের ঘটনা ঘটে।
জানা গেছে, ডেমরা বক্সনগর এলাকার এক তরুণীর সঙ্গে স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আলীরাজের সম্পর্ক ছিল। কিন্তু ছেলেটির পরিবার তাদের এ সম্পর্ক মেনে নিচ্ছিল না। এ অবস্থায় সে পরিবারের অমতে ওই তরুণীকে বিয়ের কথা জানায়। কিন্তু মেয়েটি এভাবে বিয়ে করতে রাজি হয়নি।
আলীরাজ ওই তরুণীকে রবিবার সন্ধ্যায় বাঁশেরপুল এলাকায় একটি খাবার হোটেলে ডেকে নেয়। তখন সে মেয়েটির সামনেই বিষের বোতল হাতে নিয়ে হুমকি দেয়, বিয়ে না করলে বিষপানে মারা যাবে। একপর্যায়ে আলীরাজ বিষপান করে।
এ সময় ধস্তাধস্তি করে ওই তরুণী বোতল কেড়ে নিয়ে বিষের বাকিটুকু নিজে পান করে। তখন আলীরাজ তার বন্ধু স্বপনকে খবর দেয়। সে এসে প্রথমে স্থানীয় মেডিহেলথ ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে রাতে দু’জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় রবিবার দিবাগত রাত আড়াইটায় আলীরাজের মৃত্যু হয়। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ না থাকায় তার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারকে দিয়েছে পুলিশ। এদিকে অসুস্থ ওই তরুণীকে ঢামেকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ডেমরা থানার ওসি কাওসার আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই তরুণী এবং দুই পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। কোনও পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দেওয়া হয়েছে।’

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস