X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নাসিরপুরে ‘হাইড আউট’ করেছিল জঙ্গিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৭, ১৮:৪১আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:৪১

সাংবাদিকদের  ব্রিফিং করছেন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম সিলেটের নাসিরপুরের আস্তানাটি জঙ্গিরা ‘হাইড আউট’হিসেবে ব্যবহার করতো বলে উল্লেখ করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এই আস্তানার বিষয়ে তাদের কাছে তথ্য ছিল না বলেও জানান তিনি।
নাসিরপুরের জঙ্গি আস্তানাটিতে বুধবার (২৯ মার্চ) শুরু করে বৃহস্পতিবার দুপুরে এসে অভিযান পরিচালনা শেষ করেছে সোয়াট। বৃহস্পতিবার বিকালে সিটিটিসি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মনিরুল ইসলাম বলেন, ‘এই ঘাঁটি সম্পর্কে আমাদের কোনও ধারণা ছিল না। যেটি ধরে আমরা কাজ করেছি তা ঘেরাও করে রাখা আছে, এখনও সেখানে অভিযান শুরু হয়নি। তবে এটা নিশ্চিত, এখানে যারা নিহত হয়েছে তারা সবাই নব্য জেএমবির সদস্য এবং তারা এখানে আত্মগোপন করেছিল।’
এ অঞ্চলে আর কোনও আস্তানার তথ্য পুলিশের কাছে আছে কিনা জানতে চাইলে সিটিটিসি ইউনিটের প্রধান বলেন, ‘আমাদের কাছে এখনই কোনও তথ্য নেই। তবে এখানে আত্মগোপনে থাকা জঙ্গিরা কোনোভাবেই স্থানীয় নয়। আমরা আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, তারা কারও সঙ্গে মিশতো না। এমনকি কেউ তাদের চেনেও না। তারা সারাদিন ঘরে থাকতো, চাকরি করতো না। তাদের বাচ্চারাও স্কুলে যায়নি। তাদের কেউ কখনও দেখেনি।’
মনিরুল ইসলাম আরও বলেন, ‘গতকাল সোয়াট প্রথম অভিযান শুরু করলে পালানোর পথ নেই দেখে সম্ভবত সপরিবারে বিস্ফোরণ ঘটিয়ে আত্মহনন করেছে। এটা এক বীভৎস চিত্র। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলে ৭-৮টি মৃতদেহ থাকতে পারে। নিহতদের মধ্যে পুরুষ ও মহিলার সংখ্যা বলা যাচ্ছে না, কারণ শরীরগুলো ছিন্নভিন্ন হয়েছে।’

/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
আওয়ামী লীগ এখন শূন্য মুড়ির টিন: রিজভী
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
বজ্রাঘাতে ৮ জেলায় ১০ জনের মৃত্যু
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
ভিত্তিপ্রস্তরের ১৪ বছর পর চট্টগ্রাম নগর ভবন নির্মাণকাজের উদ্বোধন
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
লোকসভা নির্বাচন: তৃতীয় ধাপের ভোটে হেভিওয়েট প্রার্থী যারা
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র