X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামছেন ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ২১:২৩আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ২১:২৮

ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সভায় বক্তব্য রাখছেন শিক্ষক নেতারা
নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পর এবার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামছে ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতি’। এই দাবি বাস্তবায়নে আগামী ২৬ এপ্রিল

মানববন্ধন করে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করবে সংগঠনটি।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষক প্রতিনিধিদের এক মতবিনিময় সভায় সংগঠনের পক্ষ থেকে এ ঘোষণা দেন শিক্ষক নেতারা।

সভায় শিক্ষক নেতারা জানান, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ও প্রাইমারি স্কুলের শিক্ষকদের জন্য ১৯৯৪ সালে একই পরিপত্রে ৫০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছিল। পরবর্তীতে নিবন্ধিত ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ১৫১৯টি মাদ্রাসার শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন।

সংগঠনের সভাপতি আলহাজ কাজী রুহুল আমিন চৌধুরী বলেন,‘২০১৩ সালে মহাজোট সরকার ১৫১৯টি প্রতিষ্ঠানের জন্য প্রত্যেক শিক্ষককে এক হাজার টাকা সম্মানী ও ২০০ টাকা করে মহার্ঘভাতা ঘোষণা করে। এসব শিক্ষক সামান্য এই অর্থ পেলেও, আরও প্রায় সাড়ে পাঁচ হাজার নিবন্ধিত মাদ্রাসার শিক্ষকরা বিনা অর্থে শ্রম দিচ্ছেন। এছাড়া ১০ মাস ধরে সব শিক্ষকের বেতন বন্ধ রয়েছে।বর্তমানে শিক্ষকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

কাজী রুহুল আমিন চৌধুরী আরও বলেন, ‘সরকার প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছে। এখন কওমি মাদ্রাসার দাবিও মেনে নিয়েছে। অথচ সারাদেশে প্রায় ১০ হাজার স্বতন্ত্র ইফতেদায়ি মাদ্রাসার ৪০ হাজার শিক্ষকের কান্না শুনছে না। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছি।’ আগামী ২৬ এপ্রিল সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমাবেশ ও মানববন্ধন করে ওইদিন লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও জানান এই শিক্ষক নেতা।

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের এই সমাবেশে সংগঠনের মহাসচিব কাজী মোকলেছুর রহমান, সহ-সভাপতি নজুরুল ইসলাম হিরণ ও আব্দুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মো. সাইফ উল্লাহ হেলাল এবং জেলা শিক্ষক প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

/এসএমএ/ এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?