X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

এবার এইচএসসির একশ’ উত্তরপত্র মিললো রাবির হলে

রাবি প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৮:৩৫আপডেট : ২৩ মে ২০১৭, ০২:১৮

প্রশ্নপ্রত্র ফাঁসের ঘটনার পর এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে চলমান ২০১৭ সালের এইচএসসি পরীক্ষার প্রায় ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে।  সোমবার (২২ মে) বিকেল পাঁচটার দিকে হলের গণরুম থেকে এই উত্তরপত্র উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান।

এইচএসসির উত্তরপত্র তিনি বলেন, ‘খবর পেয়ে বিকেল ৩টার দিকে আমরা ওই হলে যাই। সেখানে গণরুমের মেঝে থেকে পরিত্যক্ত অবস্থায় উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র উদ্ধার করা হয়। পরে সেগুলো রাজশাহী শিক্ষাবোর্ডের কাছে হস্তান্তর করা হয়।’ তবে নির্দিষ্ট কোনও ছাত্রীর কাছ থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করা হয়নি বলে দাবি করেন তিনি।

প্রত্যক্ষদর্শী ও হল সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণরুমে ওই উত্তরপত্রগুলো মূল্যায়ন করতো। এবিষয়ে ওই ছাত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এক বন্ধু তাকে উত্তরপত্রগুলো দিয়েছে।’ বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে ওই ছাত্রীর কাছ থেকে উত্তরপত্রগুলো উদ্ধার করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদও করেন প্রক্টর। খবর পেয়ে সেখানে রাজশাহী শিক্ষা বোর্ডের কন্ট্রোলার তরুণ কুমার সরকারও আসেন। পরে সোয়া ছয়টার দিকে তারা হল থেকে বের হয়ে যান।

সূত্র জানায়, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের এক শিক্ষক উত্তরপত্রগুলো মূল্যায়নের দায়িত্ব পান। ওই উত্তরপত্রগুলোর কোড- ২৬৮। কিন্তু তিনি ওই উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ্ মখদুম কলেজের প্রভাষক ও এমপিথ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দেন। মাসুদ তার কোচিং সেন্টারে কর্মরত রাবির এক ছাত্রকে দেন। ওই ছাত্র তার বান্ধবীকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দেয়।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী শিক্ষাবোর্ডের কন্ট্রোলার তরুণ কুমার সরকার বলেন, ‘সেখানে পরিত্যক্ত অবস্থায় ইসলামের ইতিহাস বিষয়ের ১০০ কপি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। কিভাবে ও কার মাধ্যমে সেখানে এই উত্তরপত্রগুলো গেলো, সেটি আমরা গুরুত্ব সহকারে খতিয়ে দেখছি।’

/এসএমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপি’র আত্মীয়দের নিয়ে আ.লীগ কী ‘ইউটার্ন’ নিচ্ছে!
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
বরগুনায় দুই সাংবাদিকসহ পাঁচ জনের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
ভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
চ্যাম্পিয়নস লিগ, সেমিফাইনালভিনিসিয়ুসের জোড়ায় প্রথম লেগে বায়ার্নকে জিততে দেয়নি রিয়াল
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস