X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

বাড়ি যেতে আস্ত বাস ভাড়া

রাফসান জানি
২৪ জুন ২০১৭, ১৯:১৪আপডেট : ২৪ জুন ২০১৭, ১৯:১৪

রাজধানীর নিউমার্কেট-গাজীপুর রুটে চলা একটি বাস যদি কুড়িগ্রামের কোনও অজ পাড়াগাঁয়ে অলসভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন কিংবা গুলিস্তান-মিরপুর রুটে চলাচলকারী বিকল্প পরিবহনের কোনও বাসকে দেখেন নওগাঁর মান্দা উপজেলার নিতপুর ইউনিয়নের কোনও গ্রামে, অবাক লাগবে না? চেনা বাহনটাকে এতদূরের কোনও গাঁয়ের রাস্তার পাশে দেখে এই চমকে যাওয়ার ঘটনাটা ঘটে সাধারণত ঈদের সময়। আরও অবাক হওয়ার ব্যাপার এই ঘটনাটা ঘটিয়ে থাকেন সাধারণ কিছু শ্রমজীবী মানুষ।

শ্রমজীবী মানুষেরা রাজধানী থেকে আস্ত বাসভাড়া করে ফিরছেন গ্রামে বেশ কয়েকবছর ধরে রাজধানী থেকে নিজেরাই বাসভাড়া করে গ্রামে যাওয়ার চল্ বা রেওয়াজ চালু হয়েছে। এ কাজে যুক্ত এমন এক গার্মেন্ট কর্মী মজিবুর রহমান জানান, প্রতি ঈদে একদিন আগে ছুটি পান তারা। তখন বাস বা ট্রেনে টিকেট পাওয়া মুশকিল। কাজের চাপে অগ্রিম টিকিটও কেনা হয় না। আবার টিকিটের দামও অনেক বেশি। এদিকে, বাড়ি ফিরতেই হবে। ঈদ ছুটি কাটাতে হবে গ্রামে থাকা প্রিয়জনদের সঙ্গে। সেই চিন্তা থেকে আগেই একই এলাকার লোকজন মিলে পুরো বাস ভাড়া করে নেন। এরপর সিট হিসেবে ভাগ করে জনপ্রতি ভাড়া মিটিয়ে দেন তারা।
জানা গেছে, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষজন কিছুটা আরামে বাড়ি ফিরতে এ ধরনের আয়োজন করছেন এক দশকেরও বেশি সময় ধরে। অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাঝারি ও বড় বাস রিজার্ভ করে বাড়ি ফিরছেন এসব মানুষ।
মিরপুর ১০ নম্বর থেকে ইফতারের পর নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে যাবে একটি বাস। গার্মেন্ট শ্রমিক সাহানা বেগম জানান, মিরপুর ও আশপাশের এলাকায় নেত্রকোনার মানুষদের নিয়ে একটি ৪০ সিটের বাস ভাড়া করেছেন তারা। জনপ্রতি ভাড়া পড়েছে ৪০০ টাকা। যেখানে সাধারণ পরিবহনে নেত্রকোনার বাস ভাড়া ২৫০ টাকা। কিন্তু, ভাড়া একটু বেশি দিয়ে হলেও কোনও ধরনের ঝামেলা ছাড়া বাড়ি ফেরা যাবে বলেই এই ব্যবস্থা করার কথা জানান সাহানা। তিনি বলেন, আমরা কয়েকবছর ধরে এভাবেই যাই। সবাই একসঙ্গে যাওয়া যায়। সময় বেশি লাগে কিন্তু তেমন কোনও ঝামেলা হয় না।

একই ব্যবস্থা করেছেন উত্তরাঞ্চলগামীরা। রাজশাহীর নওগাঁ যাবেন রিকশাচালক ফরিদ মিয়া, সঙ্গে তার পরিচিতরা। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পরিচিত সবাই মিলে বাসভাড়া করছি। একসঙ্গে মিলে বাড়ি যাবো।’
তিনি বলেন, ‘জনপ্রতি ভাড়া পড়ছে ৭৫০ টাকা। তবে কষ্ট কম হবে। রাস্তায় খুব জ্যাম না থাকলে শান্তিতে বাড়ি ফিরতে পারবো। সবাই ইফতারের পরে মিরপুর সনি সিনেমা হলের সামনে আসবে। সেখান থেকে যাবো।
রিজার্ভে যাবে ফাল্গুন পরিবহনের একটি বাস। গাড়িরচালক সবুজ মিয়া বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকায় যাত্রী কম থাকে। তাই আমার রিজার্ভে যাই। এতে বাড়তি কিছু টাকা পাওয়া যায়। আজকে (২৪ জুন) যাবো ময়মনসিংহের শেরপুর। যাত্রী নামিয়ে দিনে দিনে চলে আসব। চাঁন রাতে (ঈদের আগের রাত) আরও একটা টিপ আছে।’
তবে শ্রমজীবীদের মধ্যে কিছু সংখ্যক মানুষ এই নিজস্ব ব্যবস্থায় ঈদযাত্রা নিশ্চিত করলেও অধিকাংশ যাত্রী সাধারণ পরিবহনে চড়েই বাড়ি ফিরবেন। বাসে বা ট্রেনে সিট না পেলেও জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়ে বাড়ি ফিরবেন খেটে খাওয়াদের অধিকাংশই। নাড়ীর টান বলে কথা!
/আরজে/টিএন/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু