X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১২:১৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১২:৩৯

সতর্ক সংকেত চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে বলে জানান তিনি।  

তিনি আরও বলেন, ‘সমুদ্র বন্দরগুলোতে  তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। বিকালের পরিস্থিত পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

বুধবার (১৯ জুলাই) থেকে বন্দরগুলোতে এ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর পর্যন্ত পরিস্থিতির কোনও পরিবর্তন ঘটেনি বলে নিশ্চিত করেছে তারা।  

এ ব্যাপারে আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুছ জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ঢাকা, রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়াও দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে এক নম্বর সর্তক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানকারী সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়। সেই সঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতেও বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার পথে দুর্বল হতে পারে।
এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সিএ/এএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?