X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

চকবাজারের বাসায় নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৭, ২৩:৫৮আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০০:০৩

নার্স পাখি চকবাজারের একটি বাসা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স পলিয়া পারভীন পাখি’র (২৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত আটটার দিকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা— গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। চকবাজার থানার এস আই আশরাফুল আলম এ তথ্য জানান।
আশরাফুল আলম বলেন, ‘চকবাজার থানার মলাই বিবির গলির ওমেশ দত্ত রোডের ৩৪/৩৫সি বাড়ির ষষ্ট তলায় নাসির উদ্দিনের বাসায় সাবলেট থাকতেন পলিয়া পারভিন পাখি ও তার এক সহকর্মী। রাত ৮টার দিকে নাসির উদ্দিন থানায় খবর দেন পাখি আত্মহত্যা করেছে। পরে ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করি।’

নাসির উদ্দিন বলেন, ‘পাঁচ হাজার টাকা মাসিক ভাড়ায় থাকতেন তারা। গত তিনমাস ধরে আমাদের একটি রুমে থাকেন পাখি ও তার সহকর্মী খালেদা। রবিবার বিকেল পাঁচটার দিকে পাখির স্বামী আমাকে ফোন করে জানান, তাকে ফোনে পাচ্ছেন না। আমি তখন গুলিস্তানে ছিলাম। বাসায় এসে ডাকাডাকি করে কোনেও সাড়া না পেয়ে থানায় খবর দেই। পুলিশ এসে দরজার ছিটকিনি ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।’

পাখির সহকর্মী খালেদা বলেন, ‘পাখির সঙ্গে তার আজ কথা হয়নি। সকালে সে ঘুমে থাকতেই পাখি ডিউটিতে চলে যান। দুপুরে তিনি ফেরার আগেই আমি ডিউটিতে চলে যাই। পরে খবর পেয়ে বাসায় এসে তার মৃতদেহ দেখতে পাই।’

পাখির সহকর্মী ও অন্যরা জানান, পাখির বাড়ি জয়পুরহাটে আবুল কালাম আজাদের মেয়ে। স্বামী একই এলাকার আরাফাত রহমান জয়পুরহাটে একটি প্রাইভেট ফার্মে চাকুরি করেন।

আরাফাতের মোবাইল ফোনে কথা হয়। তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

সাবেক নার্স নেতা মো. আনিস জানান, তাদের কোনও সন্তান নেই। নতুন নিয়োগ পেয়েছে আট মাস আগে।

/এআইবি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অর্থ আত্মসাতের মামলাড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
তিন ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজবাড়ীর ট্রেন চলাচল
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
ডব্লিউএইচও এর সম্মেলনে যোগদানের বিষয়ে যা বললো তাইওয়ান
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!