X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

কাল হাসপাতাল ছাড়ছে তোফা ও তহুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩০

হাসপাতালের বেডে মায়ের সঙ্গে তোফা ও তহুরা (ফাইল ছবি) কোমরের নিচে জোড়া লাগা অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছিল গাইবান্ধার তোফা ও তহুরা। সেখানে সফল অপারেশন শেষে গত ১ আগস্ট আলাদা হয়েছে তারা। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরছে শিশু দুটি। আগামীকাল রবিবার (১০ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে তাদের।

ঢামেক হাসপাতালের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. সাহনুর ইসলাম শনিবার (০৯ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল হাসপাতাল ছাড়ছে তোফা ও তহুরা। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম হাসপাতালে উপস্থিত থেকে তাদের ছাড়পত্র দেবেন।’ এই চিকিৎসকের অধীনেই ভর্তি ছিল তোফা ও তহুরা।

আলাদা হওয়ার পর তোফা ও তহুরা (ফাইল ছবি) ডা. সাহনুর ইসলাম আরও বলেন, ‘বাড়ি চলে গেলেও তারা আমাদের নিয়মিত ফলো-আপে থাকবে। এক মাস পরপর শিশু দুটিকে ঢাকায় এনে দেখানোর জন্য তাদের মা-বাবাকে বলা হয়েছে।’ ছয় মাস পর তাদের আরেকটি অপারেশন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। গত কোরবানির ঈদের আগেই তোফা ও তহুরার বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তখন তাদের বাড়িতে বন্যার পানি উঠায় ইনফেকশনের আশঙ্কায় ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানান ডা. সাহনুর ইসলাম।

অপারেশনের আগে তোফা ও তহুরা (ফাইল ছবি) শিশুদুটির জন্ম হয়েছিল কোমরের কাছে পেছনের দিক থেকে সংযুক্ত হয়ে। তারা যেভাবে জোড়া লেগে জন্মগ্রহণ করেছিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তাকে পাইগোপেগাস বলা হয়। পাইগোপেগাস শিশু পৃথক করার ঘটনা বাংলাদেশে এটিই প্রথম বলে জানান চিকিৎসকরা। প্রায় ৯ ঘণ্টার অপারেশন শেষে তাদের আলাদা করা হয়। গত ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাহিদা বেগম নিজ বাড়িতে স্বাভাবিকভাবেই তোফা, তহুরার জন্ম দেন। কোমরের কাছে জোড়া ছাড়া শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই ছিল আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা ছিল একটি।

গত বছরের ৮ অক্টোবর ঢামেকে অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়। পরে গত ১ আগস্ট দ্বিতীয়বারের মতো অস্ত্রোপচার করে তাদের শরীর আলাদা করা হয়। ওইদিন সকাল ৮টায় শুরু হয় জটিল ও ঝুঁকিপূর্ণ এ অস্ত্রোপচার। বিকাল পাঁচটায় শিশু দুটিকে সফলভাবে আলাদা করেন চিকিৎসকরা।

 

/জেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস