X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘নতুন রোগের প্রাদুর্ভাবে স্বাস্থ্য নিরাপত্তা হুমকিতে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ০০:০৫

ওয়ান হেলথ বাংলাদেশের নবম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সাম্প্রতিক সময়ে নতুন নতুন রোগের প্রাদুর্ভাবের কারণে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে বলেছে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘ওষুধ-প্রতিরোধী সংক্রমণের কারণে বাংলাদেশসহ সারাবিশ্বে জনস্বাস্থ্য সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু প্রাণী ও স্বাস্থ্যসম্মত পরিবেশের সঙ্গেই জড়িত মানবস্বাস্থ্য। এ বিষয়টিই এখন বিশ্বব্যাপী ওয়ান হেলথ বা এক স্বাস্থ্য নামে পরিচিত।’
রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে দু’দিনব্যাপী ওয়ান হেলথ বাংলাদেশের নবম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘একস্বাস্থ্যের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন।’
অনুষ্ঠানে দেশ বিদেশের শতাধিক বিজ্ঞানী অংশ নেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পর্যাপ্ত মান নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় খাদ্য নিরাপত্তা তথা মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মানুষ-প্রাণি ও পরিবেশের ওপর পড়তে শুরু করেছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ যেভাবে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য দেখিয়েছে, তেমনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মধ্য দিয়ে ওয়ান হেলথের লক্ষ্য অর্জিত হবে বলে বিশ্বাস করি।’
ওয়ান হেলথ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

/জেএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস