X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন সময়ের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ১৯:৪৬

বক্তব্য রাখছেন স্বারাষ্ট্রমন্ত্রী নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসনই দেশ এবং নাগরিকদের উন্নয়নের দিকে ধাবিত করবে। অভিবাসন যখন জরুরি তখন সেটিকে কী কী পদ্ধতিতে নিরাপদ করা যায়, সংশ্লিষ্ট সবাই মিলে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া, নারী অভিবাসী শ্রমিকদের বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে দেখা জরুরি।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধুআন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, আমাদের শ্রমিকরা বাইরে দক্ষতার সঙ্গে কাজ করছেন।  নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন এখন সময়ের দাবি।

অভিবাসী শ্রমিকদের জন্য ইমিগ্রেশন সহজ করা হবে জানিয়ে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তারা যেন প্রতারণার শিকার না হন সেদিকে নজরদারীবাড়ানো হবে। বৈধপথে অভিবাসন নিশ্চিত করতে হবে।আমরা চাই না নিয়মের বাইরে গিয়ে কেউ সমস্যার সম্মুখীন হোক।’

প্রধান অতিথির বক্তব্যের আগে দক্ষিণ কোরিয়ার অভিবাসীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন অতিথিরা। দক্ষিণ কোরিয়ার শ্রমিকরা বলেন, তারা ভালো আছেন এবং দক্ষিণ কোরিয়ায় আরও শ্রমিক পাঠানোর সুযোগ আছে। এসময় এক শ্রমিক জুয়েল বলেন, ‘আমাদের মৃত্যুর পর লাশ নিয়ে যেন কোনও ঝামেলা না হয়। নির্বিঘ্নে দেশে পাঠানো যায় সেই ব্যবস্থা করা হোক।’ এসময় স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আশ্বস্ত করে বলেন, ‘কোনও প্রতারণার শিকার না হতে হয় এজন্য ইমিগ্রেশনে নজরদারী থাকবেই। তবে বৈধ কর্মসংস্থান নিয়ে যারা যাবেন, তাদের ক্ষেত্রে যেন সহজে কাজটি সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শহরিয়ার আলম বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, ‘নিরাপদ ও ন্যায়সঙ্গত অভিবাসন জরুরি। সম্পৃক্ত মন্ত্রণালয়গুলোকে একসঙ্গে কাজ করতে হবে। বর্তমানে বিশ্বজুড়ে শরণার্থী ও অভিবাসীদের বিষয়ে নেতিবাচক মনোভাব তৈরি হতে দেখা যাচ্ছে। লক্ষ্য রাখা দরকার নিরাপদে মর্যাদার সঙ্গে অভিবাসীরা যেন চলাচল করতে পারে।’ মিয়ানমার থেকে জোর পূর্বক বিতাড়িত জনগোষ্ঠীকে মানবতার বিবেচনায় আশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘‘এবছরের প্রতিপাদ্য ‘নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে’- যা অভিবাসন বিষয়ের সঙ্গে টেকসই উন্নয়নকে সবার সামনে তুলে ধরতে ভূমিকা রাখবে।’’

অভিবাসন দিবসে নারীদের র‌্যালি

নিরাপত্তা নিশ্চিত করার প্রতি জোর দিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব নমিতা হালদার বলেন, ‘দেশের মধ্যে ঘরের মধ্যে অভিবাসন জরুরি। দায়িত্বশীলতাও জরুরি। নিরাপদ অভিবাসন নিয়ে আরও সতর্ক থাকার সময় এসেছে।’ রিক্রুটিং এজেন্সি প্রত্যন্ত এলাকায় না থাকার কারণে প্রতারণা বাড়ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যাদের পাঠানো হবে তাদের সুনির্দিষ্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। সংখ্যা দিয়ে অভিবাসন নিশ্চিত করলে নিরাপত্তা নিশ্চিত হবে না।’

ইউএনউইমেনের কান্ট্রি ডিরেক্টর সুকো ইশিকাওয়া তার বক্তব্যে নারী শ্রমিকদের জন্য চ্যালেঞ্জের জায়গাগুলো উল্লেখ করে বলেন, ‘উদ্যোগগুলো জেণ্ডার সংবেদনশীল হওয়া জরুরি।’ অভিবাসী চাকরি নীতিমালা ও কর্মপরিকল্পনা তৈরি করার কারণে তিনি সরকারের প্রশংসা করেন এবং সেটি বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলার কথা উল্লেখ করেন।

দিনবাপী এ অনুষ্ঠান থেকে অভিবাসীদের ১২৩০ জন সন্তানের জন্য শিক্ষাবৃত্তি ঘোষণা করা হয়। এরমধ্যে আট জনের হাতে বৃত্তি তুলে দেওয়া হয়।


আরও পড়ুন: 

‘আমাদের কান্না দেখবে কে?’

 

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?