X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য সহকারীদের কর্মসূচি স্থগিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৮, ১৩:৩২আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৭:৩৬

শুক্রবার প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন (ফাইল ছবি: ফোকাস বাংলা)

সরকারের কাছ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পাওয়ার পর স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মবিরতি কার্যক্রম স্থগিত করে কর্মস্থলে যোগদান করছেন বলে দাবি করেছেন ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. এহসানুল করীম।

সোমবার (১ জানুয়ারি) সিভিল সার্জন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকালে স্বাস্থ্য সহকারীদের একটি কর্মসূচি ছিল। সেখানে তাদের টেকনিক্যাল স্কেল ও পদ মর্যাদাসহ চার দফা দাবি ছিল। স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতিতে যাওয়ার পর সকালে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে জানিয়েছেন যে তাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘সারাদেশের সব স্বাস্থ্য সহকারীদের তাদের কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। দাবিগুলো বাস্তবায়ন করতে কিছুটা  সময় লাগবে। সেই সময়ের মধ্যে কেউ যদি কাজ বন্ধ রাখে তাহলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কেরানীগঞ্জে কয়েকজন স্বাস্থ্য সহকারী ইতোমধ্যে কাজে যোগদান করেছেন, তবে কিছু স্বাস্থ্য সহকারী এখনও আন্দোলন করছেন। তাদেরও কর্মস্থলে যেতে বলা হয়েছে। এছাড়া নবাবগঞ্জে স্বাস্থ্য সহকারীরা তাদের কর্মস্থলে যোগদান করেছেন।’

শুক্রবার প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য সহকারীদের মানববন্ধন (ফাইল ছবি: ফোকাস বাংলা)

সিভিল সার্জন ডা. মো. এহসানুল করীম আরও বলেন, ‘আমরা চাই একটি শিশুও যেন টিকা নেওয়া থেকে বাদ না পড়ে। অবিলম্বে সবাইকে কাজে যোগদান করে টিকা কার্যক্রম চালাতে বলা হয়েছে। সবাই কাজে যোগদান করেছে কিনা এবং সকল শিশু টিকা নিতে পেরেছে কিনা এ তথ্য বিকাল নাগাদ জানা যাবে।’

উল্লেখ্য, টেকনিক্যাল স্কেল ও পদ মর্যাদাসহ চার দফা দাবিতে শনিবার সকাল ৮টা থেকে দেশের বিভিন্ন জায়গায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছিল স্বাস্থ্য সহকারীরা। ফলে তখন বিভিন্ন জেলায় টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

 

 

/টিএনওয়াই/এসএসএ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
এবার যুক্তরাষ্ট্রের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
আমান উল্লাহ আমানকে বিদেশ যাওয়ার অনুমতি দিলেন আপিল বিভাগ
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
বুধবার থেকে ঢাবিতে ক্লাস ও পরীক্ষা সশরীরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে ১ লাখ ডলার পাবেন বাবররা!
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?