X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

লালবাগে হেলে পড়েছে পাঁচতলা ভবন, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৭:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:২২

লালবাগে হেলে পড়েছে পাঁচতলা ভবন

রাজধানীর লালবাগে একটি পাঁচতলা আবাসিক ভবন সামান্য হেলে পড়েছে। রাজউকের নির্দেশে এবং ফায়ার সার্ভিস ও পুলিশের তত্ত্বাবধানে বাসার বাসিন্দাদের নিরাপদে ওই বাসা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। ওই এলাকার আরঅ্যান্ডডি সড়কের ২/ই নম্বর ভবনটিতে রবিবার (২১ জানুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।

হাজারীবাগের ওসি মীর আলিমুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাজউকের নির্দেশনা অনুযায়ী ওই বাসা থেকে সবাইকে সরিয়ে নিতে পুলিশ কাজ করছে।

সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের

বাড়িটির মালিকের নাম হাজী শওকত আলী। ভবনটিতে ১০টি ইউনিট রয়েছে। এর সবগুলোই ভাড়া দেওয়া হয়েছিল। ১৯৯২ সালে বাড়িটি নির্মাণ করা হয়। তবে অভিযোগ রয়েছে, রাজউক থেকে চারতলা ভবন নির্মাণের অনুমতি নেওয়া হলেও এটি পাঁচতলা করা হয়েছে।

রাজউকের অঞ্চল-৫ এর অথরাইজড অফিসার আশিষ কুমার বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি বাহ্যিকভাবে ভবনটি পাশের ভবনের দিকে সামান্য ঝুঁকে গেছে। এ অবস্থায় খুব দ্রুত বাড়িটির বাসিন্দাদের মালামালসহ অন্যত্র সরিয়ে নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। এরইমধ্যে ভবনটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কিছুক্ষণ পর বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে।

বিচ্ছিন্ন করা হচ্ছে গ্যাস সংযোগ

তিনি আরও জানান, ১৯৯২ সালে বাড়ি মালিক ৪ তলার অনুমোদন নিয়ে ৫ তলা ভবন বানিয়ে ফেলে। ভবনটি হেলে পড়ার খবর পেয়ে আজ বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বাড়ির মালিককে রাজউক থেকে ভবনের নকশা সংগ্রহ করে বুয়েট থেকে পরীক্ষা করে নিতে বলা হয়েছে। বুয়েটের পর্যবেক্ষণ অনুযায়ী ভবনটি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কী কারণে ভবনটি ঝুঁকে পড়ছে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন কারণেই এ ঘটনা ঘটতে পারে। তবে এ মুহূর্তে আমরা জানি না ঠিক কোন কারণে ভবনটি হেলে পড়ছে। বুয়েটের বিশেষজ্ঞরা বিষয়টি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত দেবেন। সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেবো।    

বিচ্ছিন্ন করা হচ্ছে বিদ্যুৎ সংযোগ

ওই বাড়ির একজন বাসিন্দা মুক্তা বেগম বাংলা ট্রিবিউনকে জানান, ‘৭ দিন আগে ভবনটি হঠাৎ করে কেঁপে ওঠে। আমরা কারণ বুঝতে পারিনি। এরপর তিন চারদিন আগে বাড়ির মালিক এসে বলেন, এ মাসের পর অন্যদিকে বাসা দেখেন। আমরা কারণ জানতে চাইলে তিনি বলেন, বাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে। সেটা ঠিক করতে হবে।’

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। আমাদের কর্মীরা সেখানে রয়েছে। ভবনটি ঝুঁকিপূর্ণ কিনা তা রাজউক দেখবে। আমরা তাদের সহযোগিতা করছি।

অন্য ভবনের সঙ্গে লেগে গেছে হেলে পড়া ভবনটি

এদিকে, ঘটনাস্থলে বর্তমানে পুলিশ অবস্থান করছে। তারা বাড়ির বাসিন্দাদের সবাইকে সরিয়ে নিচ্ছে। দ্রুত বের হয়ে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছে।

এ বিষয়ে জানতে বাড়ির মালিক হাজী শওকত আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে, তিনি এ মুহূর্তে এলাকায় নাই। তার এক নাতি বাসিন্দাদের বেরিয়ে যাওয়ার বিষয়টি তদারকি করছেন। তবে তিনি কথা বলতে রাজি হননি।   

/আরএআর/এসএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই