X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ভোটার তালিকার ত্রুটি দূর করতে মাঠ প্রশাসনে ইসির চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৭

নির্বাচন কমিশন পুরুষ ভোটার তালিকায় রয়েছে নারী, বিপরীতে নারী তালিকায় পুরুষ ভোটার। আবার কোনও কোনও ক্ষেত্রে তালিকায় পুরুষকে নারী এবং নারীকে পুরুষ হিসেবে দেখানো হয়েছে। ভোটার তালিকায় এমন সব ভুল-ভ্রান্তি সংশোধন করতে মাঠপর্যায়ে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার ইসির মাঠ প্রশাসনকে চিঠি দিয়ে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
ইসির একাধিক কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সম্প্রতি কিছু ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের প্রস্তুতি নিতে গিয়ে ভোটার তালিকায় ভুল-ত্রুটির বিষয়টি নজরে আসে। এর মধ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ, বালিয়াতলী ও লেবুখালী ইউনিয়ন, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর, পিরুজালী, টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বাংড়া, বীরবাসিন্দা, পরখী, সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, গিলাচড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ রয়েছে।
ইসির নজরে এই বিষয়গুলোর আসার পর সারা দেশে এ ধরনের কোনও ক্রুটি রয়েছে কিনা যা যাচাই করে সংশোধনের জন্য এই চিঠি ইস্যু করা হয়েছে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক আরাফাত আরা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, অনেক এলাকায় ডাটা এন্ট্রি অপারেটরের ভুল এন্ট্রির ফলে পুরুষকে মহিলা ও মহিলাকে পুরুষ হিসেবে দেখানো হয়েছে। আবার প্রুফ রিডার হালনাগাদ কার্যক্রম সঠিকভাবে মনিটরিং না করায় পুরুষের ভোটার তালিকায় নারী ও নারীর তালিকায় পুরুষের নাম অন্তর্ভূক্ত হয়েছে। নিয়ম অনুসরণ করে এসব ভুল-ক্রটি সংশোধনের জন্য ইসির কর্মকর্তাদের বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে খুলনা জেলা নির্বাচন অফিসার ইউনুচ আলী বাংলা ট্রিবিউনকে জানান, এখনও পর্যন্ত এ ধরনের কোনও চিঠি তিনি পাননি। পেলে নির্দেশনা বাস্তবায়ন করা হবে। তবে এ ধরনের ভুলকে সামান্য উল্লেখ করে এই কর্মকর্তা জানান, সম্প্রতি ভোটার তালিকা হালনাগাদের সময় কিছু ভুল-ভ্রান্তি তাদের নজরে এসেছিল। এরইমধ্যে তা সংশোধন করা হয়েছে।

নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ জানান, এই ধরনের ভুল খুবই কম রয়েছে। আর যেগুলো থাকে তা সংশোধন করার জন্য মাঠ পর্যায়ের কার্যালয়কে আগে থেকেই নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনার বিষয়টি মনে করিয়ে দিতে এই চিঠি দেওয়া।

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা