X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১০ হাজার চিকিৎসক নিয়োগ নির্বাচনের আগে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ১৯:০৫আপডেট : ০৪ মার্চ ২০১৮, ১৯:১০

মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী নির্বাচনের আগে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার (৪ মার্চ) হেলথ রিপোর্টার্স ফোরাম আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মিলনায়তনে এ আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সারাদেশে চিকিৎসক স্বল্পতা দূর করতে আগামী ২-৩ মাসের মধ্যে সরকারি কর্মকমিশনের মাধ্যমে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পরে বাকিদের নিয়োগ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় প্রধান সমস্যা জনবল সংকট। সরকার এ অবস্থা পরিবর্তনে কাজ করছে। শিগগিরই নতুন নার্স নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি ৪০ হাজার তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ হবে।’

অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্যমন্ত্রী। এসময় মুগদা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দুপুর ১২টার পর এক্স-রে না হওয়া, কিডনি এবং ক্যান্সার হাসপাতাল রাতের বেলায় বন্ধ থাকা, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট স্থানে ফোন করে ব্যবস্থা নেওয়ার জন্য বলেন।

রাজধানীর হাসপাতালগুলোর জরুরি বিভাগে সব বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে অনুষ্ঠানে থাকা অতিরিক্ত সচিব (হাসপাতাল) হাবিবুর রহমান খান বলেন, ‘এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। শিগগিরই সব জরুরি বিভাগে কী থাকা প্রয়োজন তা জানতে চেয়ে চিঠি পাঠানো হবে।’

মিট দ্য প্রেসে স্বাস্থ্যমন্ত্রী গত ৯ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কী কী উদ্যোগ নিয়েছে তার বর্ণনা দেন।

 

 

/টিওয়াই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?