X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পুলিশের নির্যাতনেই ছাত্রদল নেতা জাকিরের মৃত্যু, দাবি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ১৯:৪৫আপডেট : ১২ মার্চ ২০১৮, ১৯:৫০

জাকির হোসেন মিলন পুলিশি নির্যাতনে ছাত্রদলের ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন তার স্বজনরা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জাকিরের স্বজনরা এই দাবি করেছেন।

কারাগারে যাওয়ার পথে শেষবারের মতো জাকির কথা বলেন তার চাচা ওলিউল্লাহর সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রবিবার জাকিরকে কারাগারে নেওয়ার সময় প্রিজন ভ্যানটি জ্যামের মধ্যে পড়ে। তখন বাইরে থেকেই তার সঙ্গে কথা বলতে বলতে অনেক দূর যাই। তাকে অনেক টর্চার করা হয়েছে। সে বলেছিল, আমার জন্য দোয়া কইরেন, মনে হয় বাঁচবো না।’

ওলিউল্লাহ আরও বলেন, ‘গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে কোনও সহায়তা পাওয়া যায়নি। শাহবাগ থানায় জাকিরের খোঁজ করতে গেলে সেখানে ডিউটি অফিসার কিছুই জানেন না বলে জানান। থানায় আসামির কোনও এন্ট্রি নেই বলে জানানো হয় শাহবাগ থানার পক্ষ থেকে। বলা হয়, রাজনৈতিক মামলার কোনও এন্ট্রি হয় না।’

দুই ভাই দুই বোনের মধ্যে জাকির সবার বড় ছিলেন।

জাকিরের দুলাভাই মাসুম বলেন, ‘জাকিরের সঙ্গে যখন গতকাল দেখা হয়, তখন তাকে দেখে খুব অসুস্থ মনে হচ্ছিল। তার চোখ মুখ লাল ছিল। তাকে দেখে মনে হয়েছে তার ওপর অনেক টর্চার করা হয়েছে।’ জাকিরের বোন সুলতানা রাজিয়া বলেন, ‘আমার স্বামী আমাদের দুপুর ১টার দিকে আমাদের খবর জানায়। তারপর আমরা মেডিক্যালে আসি। আমার ভাইকে নির্যাতন করে মারা হয়েছে।’ পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় , মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অমল কৃষ্ণ দের কাছে জাকিরের অবস্থান জানতে চাওয়া হলে তিনি কিছুই জানাতে পারেননি। পরিবারের সদস্যরা দেখা করতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি।

কারাগার সূত্রে জানা যায়, কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে জাকির হোসেন ভোরে অসুস্থবোধ করলে তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে তাকে সকাল ৮টার দিকে ঢামেকে নিয়ে আসা হয়। সকাল ৮টা ৪০ মিনিটে ঢামেক কর্তৃপক্ষ জাকিরকে মৃত ঘোষণা করে।

মৃত জাকির হোসেনের আইনজীবী অ্যাডভোকেট মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে আমি খবর পাই, জাকিরের মৃত্যু হয়েছে।’ গত ৭ ও ১১ মার্চ মহানগর হাকিম আদলতের ২৩ নম্বর কোর্টে আসামির পক্ষ থেকে  তার জামিনের জন্য আবেদন করা হয়েছিল।

আইনজীবী জানান, ৬ মার্চ জাকিরকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হয়। আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানা পুলিশ তাকে নিয়ে যায়। রিমান্ড শেষে ১১ মার্চ বেলা ৩টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিহতের সুরতহাল প্রতিবেদন হাতে পেয়েছি, মঙ্গলবার (১৩) মার্চ মরদেহের ময়নাতদন্ত করা হবে।’

সোমবার বিকাল ৪টা ১৮ মিনিটে মৃতদেহের সুরতহাল করেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ বসু। সুরতহাল শেষে তিনি বাংলা ট্রিবিউনকে জানান, জাকিরের বুক, পিঠ, মাথা, পায়ুপথ কোথাও কোনও আঘাতের চিহ্ন আমি দেখিনি। এসময় তার পরিবারের পক্ষ থেকে জাকিরের চাচাও উপস্থিত ছিলেন।

গত ৬ মার্চ জাতীয় প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন থেকে ফেরার পথে শাহবাগ থানা পুলিশ জাকিরকে গ্রেফতার করে।

 

 

 

 

এসও/এসজেএ /এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে