X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

গঙ্গা ব্যারেজ নির্মাণ করে বাংলাদেশকে রক্ষার দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ২০:৪২আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২১:০২

নাগরিক পরিষদ ও ফেনী অধিকার ফোরামের মানববন্ধন ফারাক্কা-গজলডোবা-টিপাই বাঁধকে বাংলাদেশের মরণ ফাঁদ উল্লেখ করে গঙ্গা ব্যারেজ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে রক্ষার দাবি জানিয়েছে নাগরিক পরিষদ ও ফেনী অধিকার ফোরাম। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ‘ভারত ৫৪টি যৌথ নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশের পানির ওপর একতরফা আগ্রাসন চালাচ্ছে। উজানে বাঁধ দিয়ে পানি লুটে নিয়েই ভারত ক্ষান্ত হয়নি; তারা আন্তঃনদী সংযোগ প্রকল্প হাতে নিয়েছে, যা বাংলাদেশের জন্য জীবনঘাতি। ফারাক্কা-গজলডোবা বাঁধের প্রভাবে এরই মধ্যে বাংলাদেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে মরুকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। পানির অভাবে কৃষি ও মৎস্য উৎপাদন, শস্য চাষ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য হুমকির মুখে। এই ক্ষতি মোকাবিলায় আমরা গঙ্গা ব্যারেজ নির্মাণের দাবি জানিয়ে এলেও তাতে কাজ হচ্ছে না।’
মোহাম্মদ শামসুদ্দীন আরও বলেন, ‘তিস্তা চুক্তি করে পানি পাওয়ার চেষ্টা বারবার ব্যর্থ হয়েছে। ভারত তিস্তা চুক্তি নিয়ে কেন্দ্র-প্রদেশ টালবাহানার খেলা খেলছে। ৪৫ দিনের পরীক্ষামূলক ফারাক্কা চার যুগেও ক্ষান্ত হয়নি। তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা সময়ক্ষেপণ ছাড়া কিছুই নয়। তাই গঙ্গা ব্যারেজ নির্মাণ করে দেশের মরুকরণ প্রতিরোধ ও অবিলম্বে পানির ন্যায্য হিস্যা আদায়ে জাতিসংঘ পানিপ্রবাহ আইনের ভিত্তিতে জাতিসংঘে বিল উত্থাপনের দাবি করতে হবে। বাংলাদেশের একক মালিকানার ফেনী নদীর পানি লুটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
ফেনী অধিকার আহ্বায়ক মিনহাজ উদ্দিন সেলিম বলেন, ‘বাংলাদেশের শতভাগ মালিকানার ফেনী নদীর নো-ম্যানস ল্যান্ডে পাম্প বসিয়ে পানি লুট করে নিয়ে যাচ্ছে ভারত। ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর সুপেয় পানির চাহিদা পূরণে পাইপ লাইনে এই নদীর পানি সরবরাহ করলে নগরবাসীর জীবন রক্ষা হবে। ফেনী নদীর পানি ফেনীসহ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে রক্ষা করবো।’
নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী অধিকার ফোরামের আহ্বায়ক মিনহাজ উদ্দিন সেলিম, দুর্নীতি প্রতিরোধ আন্দোলনের আহ্বায়ক মো. হারুন অর রশিদ খান, দার্শনিক আবু মহি মুসা, ফেনী অধিকার ফোরামের যুগ্ম আহ্বায়ক কাজী আমানুল্লাহ মাহফুজ, সদস্য সচিব গোলাম মাওলা সোহাগ, শ্রমিক নেতা মো. এনামুল হক, গণঐক্য নেতা আরমান পলাশ, অধ্যাপক তারেক প্রমুখ।
আরও পড়ুন-
নাসিরনগর উপনির্বাচনে আ. লীগ প্রার্থী জয়ী
একরাম হত্যা মামলা: প্রধান আসামি মিনার খালাস, ৩৯ জনের মৃত্যুদণ্ড
এইচএসসি পরীক্ষা: ট্রেজারি থেকে কেন্দ্র পর্যন্ত প্রশ্নপত্রের সঙ্গে থাকবেন ম্যাজিস্ট্রেট

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস