X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

‘ভাবতেই পারিনি ভাতিজা শাহীন বেঁচে আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০১৮, ১৯:১৪আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৯:১৪

 



ঢামেক হাসপাতালে শাহীন ব্যাপারী নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে আহত শাহীন ব্যাপারীর চাচা শাহজাহান ব্যপারী বলেছেন, তারা ভাবতেই পারেননি যে তার ভাতিজা বেঁচে আছে। মা-বাবা ও দেশবাসীর দোয়া ছিল বলে সে বেঁচে গেছে। আল্লাহ অলৌকিকভাবে তাকে বাঁচিয়েছেন।
রবিবার (১৮ মার্চ) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি এসব কথা বলেন।
এ দিনই বিকাল ৫টা ১০ মিনিটে ঢামেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয় শাহীনকে। পরে নেপালে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের বোর্ডের প্রধান ডা. সামান্ত লাল সেন বলেন, ‘নেপালের কাঠমান্ডুতে বিমান বিধ্বস্তে মৃত্যুঞ্জয়ী শাহীন ব্যাপারীর শরীরে ১৬ পার্সেন্ট ডিপ বার্ন রয়েছে।’
শাহজাহান ব্যাপারী সাংবাদিকদের বলেন, “সে (শাহীন) নেপাল থেকে ফোন করে জানায়, ‘আমি বেঁচে আছি’। পরদিন আমার ভাতিজা চঞ্চলকে পাঠাতে চেয়েছি ইউএস-বাংলা বিমানে। পাসপোর্ট গাফিলতির কারণে সে যেতে পানেনি। পরদিন অন্য ভাগ্নে গেছে।’
তিনি বলেন, ‘নেপালে শাহীন চিকিৎসা নিয়েছে, কে সহায়তা করেছে, জানি না। বাবা-মা দেশবাসীর দোয়া ছিল বলে আমার ভাতিজা বেঁচে গেছে। আল্লাহ অলৌকিকভাবে তাকে বাঁচিয়েছেন। আমি তাকে বাংলাদেশে চিকিৎসা করাতে চাইছিলাম না। নেপালেই থাকুক, এটা চেয়েছি। বাংলাদেশে চিকিৎসক টিম সেখানে গিয়ে অ্যাসেসম্যান্ট করে বলেছেন। এখানকার নামকরা চিকিৎসক ডা. সামান্ত লাল সেনের কাছে তার ভালো চিকিৎসা হবে, তাই তাকে এখানে আনা হয়েছে।’
শাহজানান ব্যাপারী জানান, শাহীনের স্ত্রীর নাম রিমা, মেয়ে সূচনা (৮)। নারায়ণগঞ্জের আদমজী মার্কেটের একটি কাপড়ের দোকানের ম্যানেজার শাহীন। গ্রামের বাড়ি মুন্সীগন্জের লৌহজং উপজেলায়। মা জাহানারা বেগম। বাবা মৃত শফিউল্লাহ ব্যাপারী। শাহীনরা দুই ভাই ও চার বোন।

শাহজাহান ব্যাপারী বলেন, ‘সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব নেপালে শাহীনের ইন্টারভিউ করেন। তখন আমরা তাকে প্রথম দেখতে পাই। আপনারা আমার ভাতিজার জন্য দোয়া করবেন। সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়।’

শাহীনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের ভিআইপি কেবিনের ৬০২ নম্বর কক্ষে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এর আগে বিকেল সাড়ে ৩টায় তাকে নেপাল থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল বিমানবন্দরে আনা হয়।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘শাহীনের হাতে-পায়ে ও বুকে বার্ন রয়েছে। একজন পোড়া রোগীর যা যা ঝুঁকি থাকে তার তা সবই রয়েছে। তাকে আশঙ্কামুক্ত বলা যাবে না।’

 

/এআইবি/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
টেকনাফে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
ঝড়ে গাছ ভেঙে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ ছিল এক ঘণ্টা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস