X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সাম্রাজ্যবাদবিরোধী দিবস উপলক্ষে ঢাবিতে ছাত্র সমাবেশ

ঢাবি প্রতিনিধি
২০ মার্চ ২০১৮, ১৫:২৭আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৫:২৯

ছাত্র সমাবেশ আজ  সোমবার (২০ মার্চ), সাম্রাজ্যবাদবিরোধী দিবস। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে তারা বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। প্ল্যাকার্ডে লেখা ছিল— যুদ্ধ ধ্বংস সাম্রাদ্যবাদ পুঁজিবাদ,পৃথিবীতে কোনও মানুষ অবৈধ নয়, স্টপ জেনোসাইড ইন সিরিয়া,সিরিয়ায় গণহত্যা বন্ধে বাংলাদেশকে প্রতিবাদপত্র পাঠাতে হবে,সাম্রাজ্যবাদের পররাষ্ট্রনীতি বাতিল কর,সুন্দরবন ধ্বংস করে সুন্দরবন চাই না,সাইলেন্স ইজ এ ওয়ার ক্রাইম,মার্কিন- ভারতপন্থী নয়, বাংলাদেশপন্থী উন্নয়ন চাই ইত্যাদি।

সমাবেশ শেষে তারা একটি মিছিল বের করে। মিছিলটি অপরাজেয় বাংলা থেকে শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

এসময় ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন— গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। তিনি বলেন,‘কোনও দেশের অভ্যন্তরীণ মত-পার্থক্য ও বিরোধের ফলে রাজনৈতিক সংকট ও অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে হস্তক্ষেপ করা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলোর সাধারণ চরিত্র। আবার কোনও রাষ্ট্রকে প্রশ্নহীন সমর্থন দিয়ে বিভিন্ন চুক্তির মাধ্যমে সম্পদ লুণ্ঠন ও বাণিজ্য বিস্তার করে থাকে। বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে, তারাই জনগণের ওপর নয়,সাম্রাজ্যবাদী বিভিন্ন রাষ্ট্রের ওপর ভরসা করেছে। যার নজির আমরা দেখতে পাই বিদেশি কোম্পানি ও লুটেরা রাষ্ট্রের সঙ্গে আমাদের স্বার্থ বিনাশী বিভিন্ন বৈষম্যমূলক চুক্তিতে।’

তিনি আরও বলেন, ‘২০১০ সালের ২০ মার্চ হাসিনা-মনমোহন চুক্তির মধ্য দিয়ে ট্রানজিটের নামে ভারতকে করিডোর দেওয়া হয়। অন্যদিকে, ভারত অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা না দিয়ে বাঁধ নির্মাণ করে আমাদের নদীগুলো মেরে ফেলছে। ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি হাজার হাজার টাকা। এই হলো বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব! তা সত্ত্বেও ভারতীয় স্বার্থে সুন্দরবন,রাশিয়ার স্বার্থে রূপপুর পারমাণবিক বিদ্যুকেন্দ্র, চীনকে বাঁশখালীতে  কয়লা বিদ্যু প্রকল্প,আমেরিকাকে সমুদ্রের গ্যাস ইজারা দিয়ে উন্নয়ন করছে সরকার। এভাবে দেশের স্বার্থ, জাতীয় সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে বারবার নতজানু পররাষ্ট্রনীতি প্রদর্শন করছে বাংলাদেশি শাসকগোষ্ঠী।’

এছাড়া সমাবেশে বক্তব্য রাখেন— ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা,ঢাবি শাখা সভাপতি উম্মে হাবিবা বেনজির প্রমুখ।

 

/এসআইার/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
ঢাকা-রাজবাড়ী রুটে দুই কমিউটার ট্রেনের উদ্বোধন
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে ডিবি
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
পদ্মশ্রী পাওয়া শিল্পী এখন দিনমজুর!
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সিলেটে এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার মিট
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
মুক্তির পর থেকেই মামুনুল হককে ঘিরে অনুসারীদের ভিড়
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা