X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

যৌন হয়রানির প্রতিবাদে উত্তরায় বাস আটকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ১৬:৫৩আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ১৮:১৪

 

উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে তুরাগ পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে রেখেছেন তার ক্ষুব্ধ সতীর্থরা। একইসঙ্গে যৌন হয়রানিবিরোধী বিভিন্ন লেখাযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।
সোমবার (২২ এপ্রিল) দুপুর ১২টা থেকে হাউজ বিল্ডিংয়ের সামনের সড়কে তুরাগ পরিবহনের ১২ থেকে ১৫টি বাস আটকে দেন উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উত্তরা পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা তুরাগ পরিবহন মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম সিদ্দিক।
উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ক্লাসে আসার জন্য বাড্ডা লিংক রোড থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন। ওই বাসে কয়েকজন যাত্রী ছিলেন। তবে আর কোনও যাত্রী তারা তুলছিল না। বাসে থাকা অন্য যাত্রীরা নতুনবাজারসহ পরের স্টপেজে নেমে যেতে থাকেন। এতে ওই নারী শিক্ষার্থী কিছুটা ভয় পেয়ে বাকি যাত্রীদের সঙ্গে বসুন্ধরা স্টপেজে নেমে যাওয়ার উদ্যোগ নিলে বাসের কন্ডাক্টর ও হেলপার তার হাত ধরে ফেলে এবং বাসে থাকা আরও দুজন মেয়েটিকে আটকাতে বলে। এতেও মেয়েটি চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে যান।’
প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা তিনি বলেন, ‘এই খবর পেয়ে আমরা আজ দুপুর ১২টা থেকে হাউজ বিল্ডিংয়ের সামনে অবস্থান নিয়ে তুরাগ পরিবহনের বাস আটকাতে থাকি।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘এভাবে আমাদের বোনকে যৌন হয়রানি করেছে। আমরা এর বিচার চাই। তুরাগ পরিবহন মালিকের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এমন পদক্ষেপ নিয়েছি। তারা যদি দোষীদের চিহ্নিত করে দেয় তবে আমরা সব বাস ছেড়ে দেবো।’

 

/এসজেএ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
লাইসেন্সবিহীন টিভি চ্যানেল বন্ধে কার্যক্রম শুরু
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
হামাসের রকেট হামলার জবাবে রাফাহ শহরে ইসরায়েলি অভিযান
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
সুন্দরবনে আগুন লাগা স্থানে ধোঁয়া দেখলেই পানি দেওয়া হচ্ছে
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?