X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

শিক্ষা প্রতিষ্ঠানে ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’ শিশুদের ভর্তি নিশ্চিতের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৮, ১৪:৩৬আপডেট : ০৭ মে ২০১৮, ১৫:৪১


শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’ শিশুদের ভর্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার। বাসস্থানের নিকটতম শিক্ষা প্রতিষ্ঠানে অটিস্টিক শিশুদের ভর্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ দেওয়া হয়। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পরিপত্র জারি করা হচ্ছে।

শতভাগ ‘অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন’ শিশুদের শিক্ষা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।  

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ (সোমবার) পরিপত্র জারি করা হবে। ন্যাশনাল স্ট্রাটেজিক প্ল্যান ফর নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার ২০১৬-২০২১ বাস্তবায়নে এই পরিপত্র জারি করছে মন্ত্রণালয়।’

এর আগে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের স্বাস্থ্যসেবায় গত ১৯ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ একটি পরিপত্র জারি করেছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, অটিজম ও স্নায়ুবিকাশজনিত সমস্যা মোকাবিলায় জাতীয়, বিভাগীয়, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে টেকসই সেবা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও শিক্ষাসহ সার্বিক উন্নয়নের মাধ্যমে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ এবং মাহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।’

পরিপত্রের নির্দেশনায় বলা আছে-

(১) মাধ্যমিক ও উচ্চশিক্ষায় অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শতভাগ শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করতে হবে।

(২) দেশের প্রতিটি উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও জনসাধারণকে ওরিয়েন্টেশন/ওয়ার্কশপের মাধ্যমে অটিজম ও এনডিডি বিষয় সম্পর্কে সচেতন করতে হবে।

(৩) অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের শিক্ষার অধিকার প্রতিষ্ঠার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরবরাহ করা লিফলেট, ফেস্টুন, ডকুমেন্ট প্রদর্শন ও প্রচার করতে হবে।

(৪) সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব অটিজম সচেতনতা দিবস ও সংশ্লিষ্ট অন্যান্য দিবস উদযাপন করতে হবে।

(৫) মাধ্যমিক পর্যায়ের অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের কমপক্ষে দুজন শিক্ষককে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।

(৬) মাধ্যমিক পর্যায়ের প্রতিটি অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীকে উপবৃত্তি দিতে হবে।

(৭) সব পর্যায়ের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের জন্য প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে।

(৮) সব অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীর কো-কারিকুলাম কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

(৯) শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষার্থীর মধ্যে সহমর্মিতা ও সংবেদনশীল মনোভাব গড়ে তোলার জন্য শ্রেণিকক্ষে উপদেশমূলক আলোচনা করতে হবে।

(১০) অটিজম ও এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিক্ষার্থীদের বিনোদনের ব্যবস্থা করতে হবে।

(১১) শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আচরণ সহযোগিতামূলক ও সংবেদনশীল করার জন্য অ্যাডভোকেসি ও সচেতনতামূলক কার্যক্রম নিতে হবে।

(১২) শিক্ষার্থীদের জন্য আলাদা রেজিস্ট্রার সংরক্ষণ করা এবং বিশেষ চাহিদা, সীমাবন্ধতা, ও আচরণগত অসুবিধাগুলোকে রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে।

(১৩) শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি দুই মাস পরপর শিক্ষার্থী ও অভিভাবক নিয়ে মতবিনিময় সভা আহ্বান করতে হবে।

(১৪) সেবা দিতে সংশ্লিষ্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং এনজিওসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তথ্য আদান-প্রদানসহ সমন্বয় রক্ষা করতে হবে।

 

 

/এসএমএ/এএইচ/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?