X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘কর্মকর্তার আশ্বাসে অনশন প্রত্যাহার করায় অসন্তুষ্ট শিক্ষামন্ত্রী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০১৮, ১৩:১১আপডেট : ২০ জুন ২০১৮, ১৬:০০

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের আমরণ অনশন কর্মসূচি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তার আশ্বাসে অনশন প্রত্যাহার করায় শিক্ষামন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম মাহমুদুন্নবী ডলার। বুধবার (২০ জুন) বাংলা ট্রিবিউনকে এ কথা জানান তিনি।

মাহমুদুন্নবী বলেন, ‘গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদুল হাসানের প্রতিশ্রুতিতে আমরণ অনশন প্রত্যাহার করে শিক্ষক কর্মচারী ফেডারেশন। এরপর গত ৯ এপ্রিল আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে তার বাসভবনে দেখা করতে যাই। আমাদের বাইরে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পরে খেয়াল করি তিনি গাড়িতে করে বের হচ্ছেন। গাড়ির গ্লাসটা নামিয়ে আমাদের জিজ্ঞেস করা হয় আমরা কারা। আমাদের পরিচয় দিলে তিনি বলেন, “আপনাদের জন্য কিছু করলেও দোষ, না করলেও দোষ। আপনাদের আমি প্রতিশ্রুতি দেওয়ার পরেও অনশন প্রত্যাহার করলেন না। কিন্তু একজন সাধারণ কর্মচারীর আশ্বাসে অনশন ভঙ্গ করলেন। আপনাদের এমপিওভুক্তি কীভাবে হয় আমি দেখবো। পারলে এমপিওভুক্তি করে দেখিয়েন।” একথা বলার পর তিনি চলে যান।’

মাহমুদুন্নবী আরও বলেন,‘শিক্ষামন্ত্রীর দেওয়া গত ২৭ বারের প্রতিশ্রুতিতে আমরা সন্তুষ্ট নই। তিনি এর আগেও আমাদের ২৬ বার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কোনোবারই বাস্তবায়ন হয়নি। তাই এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

তাদের প্রতিষ্ঠানগুলো নন-এমপিও থাকলেও শিক্ষামন্ত্রীর এলাকা সিলেটের কোনও প্রতিষ্ঠান নন-এমপিও নয় বলে দাবি করেন মাহমুদুন্নবী। তিনি বলেন, ‘আমাদের তালিকাভুক্ত ৫ হাজার ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে সিলেটের কোনও প্রতিষ্ঠান নেই। ২০১০ সালেই ১০০ টিরও বেশি প্রতিষ্ঠানকে সরকারি সুবিধার আওতায় আনা হয়েছে। পরবর্তীতে দুই-একটি প্রতিষ্ঠান বিচ্ছিন্নভাবে গড়ে উঠতে পারে।

তবে সিলেটের মতো বাকি নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকেও সরকারি সুবিধার আওতায় আনার আহ্বান জানান তিনি। বলেন, ‘ওপর মহলের নির্দেশে আমাদের প্রেসক্লাবের সামনে বসতে দেওয়া হয়নি। তাই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজেদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রেসক্লাবের বিপরীতে অবস্থান নিয়েছেন শিক্ষকরা।

/এসও/এসএসএ/টিএন/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
লবণাক্ততায় আক্রান্ত উপকূলীয় ১৮ জেলার ৯৩টি উপজেলা
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
চট্টগ্রামে দন্ত চিকিৎসক হত্যা: মামলা ডিবিতে হস্তান্তর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?