X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৮, ১৬:০১আপডেট : ২৭ জুন ২০১৮, ১৬:০৩

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শিক্ষক সমিতির নেতারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের লক্ষ্যে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। বুধবার (২৭ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরেন শিক্ষক নেতারা।  

সংগঠনের সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, ‘অষ্টম জাতীয় বেতন স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বার্ষিক পাঁচ শতাংশ বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণ উৎসব ভাতা, বাড়ি ভাড়াসহ এসব সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। সরকারকে দ্রুত এসব সুযোগ-সুবিধা শিক্ষকদের প্রদান করতে হবে। একই কারিকুলামের অধীনে সিলেবাস, একাডেমিক সময় সূচি, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের শিক্ষক এবং এমপিওভুক্ত শিক্ষকদের মধ্যে পাহাড়সম বৈষম্য। জাতীয় ও অর্থনৈতিক উন্নয়নে এমপিওভুক্ত শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারাই আজ চরমভাবে অবহেলিত।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই সবার জন্য শিক্ষার সমান সুযোগ। দেশের অধিকাংশ শিক্ষক পরিবারই দরিদ্র। অথচ দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানই বেসরকারিভাবে পরিচালিত হচ্ছে। তাই সবাইকে শিক্ষার সমান সুযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তাই তৃতীয় ধাপে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানাচ্ছি। ২০১৭-১৮ অর্থবছরে মালদ্বীপে জিডিপির বরাদ্দ ৫ দশমিক ২ শতাংশ, ভিয়েতনামে ৫ দশমিক ৭ শতাংশ, ভারতে ৩ দশমিক ৮ শতাংশ, নেপালে ৩ দশমিক ৭ শতাংশ, পাকিস্তানে ২ দশমিক ৬ শতাংশ, শ্রীলঙ্কায় ২ দশমিক ২ শতাংশ। অথচ এশিয়ার মধ্যে বাংলাদেশে সর্বনিম্ন ২ শতাংশ এবং ২০১৮-১৯ অর্থবছরে ডিজিপির ২ দশমিক ০৯ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। যা শিক্ষার স্বার্থবিরোধী, দুঃখজনক এবং হতাশাব্যঞ্জক।’ সম্মেলনে এ খাতে বাজেটে ২০ শতাংশ ও জিডিপির ৬ শতাংশ বরাদ্দের জোর দাবি জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে সব শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রয়োজন। এ কারণে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি। এতে করে শিক্ষার বৈষম্য দূর করা সম্ভব হবে।’

পাশাপাশি এমপিওভুক্তির দাবিতে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেন তিনি। এসময় আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ মো. বজরুল রহমান মিয়াসহ অন্যান্য নেতারা।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
দেশের পর্দায় ক্রিস্টোফার নোলানের দুই ছবি
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
বজ্রাঘাতে দুই জেলায় ৫ জনের মৃত্যু
ভাঙা হাটের দিন
ভাঙা হাটের দিন
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে