X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

দোকান কর্মচারী ফেডারেশনের ৭ দফা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৮, ১৬:৩৭আপডেট : ২০ জুলাই ২০১৮, ১৬:৪২

 

দোকান কর্মচারীদের কর্মীসভা নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সাত দফা দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। শুক্রবার (২০ জুলাই) দুপুরে ফেডারেশনের ঢাকা মহানগর কমিটি গঠন উপলক্ষে আয়োজিত কর্মীসভায় সংগঠনের নেতারা এ দাবি জানান। রাজধানীর তোফখানা রোডে ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা হয়।

ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন বলেন, ‘দোকান মালিকরা প্রায় তাদের কর্মচারীদের ওপর নির্যাতন করে থাকেন। কিন্তু এর কোনও প্রতিকার পাওয়া যায় না। ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ সারা দেশের সব দোকান কর্মচারীরা ঐক্যবদ্ধ। তাই দোকান কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে হবে।’

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল সাত দফা দাবি উত্থাপন করেন। তিনি বলেন, ‘দোকান শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় দোকান ও প্রতিষ্ঠান আইন বাস্তবায়ন করতে হবে; ঈদুল আজহা উপলক্ষে আগামী ১০ আগস্টের মধ্যে দোকান কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে; অবিলম্বে কর্মচারী ছাঁটাই বন্ধ করতে হবে; দোকান কর্মচারীদের দেড় দিন সাপ্তাহিক ছুটি দিতে হবে; দোকান কর্মচারীদের নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক দিতে হবে এবং হাজিরা খাতা চালু করতে হবে; দোকান কর্মচারীদের দুটি বাৎসরিক উৎসব বোনাস দিতে হবে এবং কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কর্মচারীদের চিকিৎসাসহ প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে।’
পরে ১৫ সদস্যের ঢাকা মহানগর কমিটি গঠন করা হয়।

ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে কর্মীসভায় আরও বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান, দফতর সম্পদক এম এ গনি, নব গঠিত ঢাকা মহানগর কমিটির সভাপতি হযরত আলী মোল্লা, সহ-সভাপতি ফজল হক, সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।

 

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে