X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

ঢাবির জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০১৮, ১৭:৩৯আপডেট : ২১ জুলাই ২০১৮, ১৮:০০



লাশ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন স্বপন (২৪) ও মাইদুল ইসলাম। শনিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে ভবন থেকে পড়ে যান। দু’জনকেই গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই)মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকদের সহকর্মী শান্ত দাসের বরাত দিয়ে এস আই মো. বাচ্চু মিয়া জানান, ‘জগন্নাথ হলের ভেতরে পুরনো ৮ তলা সন্তুষ ভট্টাচার্য ভবনের ওপরের নির্মাণাধীন দোতলায় কাজ করছি আমরা। আজ নবম তলার বাইরে মাচা বেঁধে দেয়ালে আস্তরের কাজ করছিলেন স্বপন ও মাইদুল। এ সময় হঠাৎ মাচা কাত হয়ে দু’জনই ভবনের নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের বিকেল পৌনে ৫টায় মৃত ঘোষণা করেন।’

এদিকে, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলের সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন আটতলা থেকে দশতলা বর্ধিত করণের কাজ চলছে। সেখান থেকে পড়ে দুই জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পড়ার পর উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হলের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিয়ে হল কর্তৃপক্ষ কাজ করছে। এতে নির্মাণাধীন প্রতিষ্ঠানের কোনও ত্রুটি থাকলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হলের প্রভোস্ট বিষয়টি আমাকে জানিয়েছেন। এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে পক্ষেরই ত্রুটি থাকুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’


নিহত স্বপনের বাড়ি পাবনা ও মাইদুলের বাড়ি রংপুরে। জগন্নাথ হলের নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তারা।
লাশ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে এসআই মো. বাচ্চু মিয়া জানান। 

/এসআইআর/এআইবি/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?