X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘লুমা অপপ্রচারের শিকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৮, ১৮:০০আপডেট : ১৭ আগস্ট ২০১৮, ২০:২৭

 

লুনার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক লুৎফুন্নাহার লুমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। আর এই অপপ্রচার ফেসবুকভিত্তিক গ্রুপ ‘গুজবে কান দেবেন না’ থেকে চালানো হয়েছে বলে তাদের দাবি। শুক্রবার (১৭ আগস্ট) বিকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই অভিযোগ করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা।

নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে ফেসবুকে মিথ্যা ও উসকানিমূলক অপপ্রচারের অভিযোগে লুনাকে (১৫ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিপ্রচাপড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন বলেন, ‘‘ফেসবুক গ্রুপ ‘গুজবে কান দেবেন না’তে লুমার নামে অপপ্রচার চালানো হয়েছে। সেখানে একটি ভিডিও শেয়ার করে তার নাম উপস্থাপন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলনের সময় লুমা ঢাকায় ছিলেন না।”

প্রমাণ হিসেবে তিনি আরও বলেন, ‘গত ৩ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত লুমা গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে ছিলেন। গত ৪ আগস্ট নিরাপদ সড়ক চাই আন্দোলনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় গোলাপি ড্রেস পরা একটি মেয়ে মুখ ঢেকে বক্তব্য দিচ্ছে। ভিডিওতে তাকে ঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি। শুধু পরনের গোলাপি জামা দেখে তাকে লুমা হিসেবে নির্ণয় করা হয়েছে। এর কারণ একই রঙের একটি জামা পরে সে একটি টেলিভিশন টকশোতে অংশগ্রহণ করেছিল। আর এই বিভ্রান্তি তৈরি করা হয় ওই ফেসবুক গ্রুপে। লুমাকে নিয়ে নানা ধরনের অশালীন পোস্ট ওই গ্রুপে শেয়ার করা হয়।’

কোটা সংস্কার আন্দোলনের নেতা ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ বলেন, ‘শুধু গোলাপি জামা দেখে সম্পূর্ণ সন্দেহের বশবর্তী হয়ে এবং কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকায় একটি বিশেষ গোষ্ঠীর অপপ্রচারের কারণে লুমাকে গ্রেফতার করা হয়েছে। যদিও পুলিশ ওই ভিডিওর সঙ্গে লুমার কোনও মিল বা সম্পৃক্ততা খুঁজে পায়নি বলে গণমাধ্যমে স্বীকার করেছে। তার নামে অভিযোগ আনা হলেও এর সপক্ষে একটি প্রমাণও আদালতে রাষ্ট্রপক্ষ উপস্থাপন করতে পারেনি। আমরা প্রশাসনকে অনুরোধ করবো, মিথ্যা, ষড়যন্ত্র ও প্রহসনের মামলা এবং রিমান্ড প্রত্যাহার করে অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। একইসঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী ও নিরাপদ সড়কের দাবিতে আটক করা আন্দোলনকারীদের ঈদের আগেই নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

লুমার মা রাশিদা বেগম বলেন, ‘আমার মেয়ের সাহস অনেক। সে পরীক্ষায় জিপিএ-৫ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পুরস্কার হিসেবে বঙ্গবন্ধুর দুটি বই পায়। সে বলতো, বঙ্গবন্ধুর বই পড়ে সাহস পাওয়া যায়। সাহস পেলে পিছিয়ে আসা যাবে না। তিনি তো আমাদের কথা বলেছেন। জাতির কথা বলেছেন। সে ঢাকায় আসার পর কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায়। কয়েকদিন পর মানুষের কাছে শুনলাম, লুমা নাকি মুফতি হান্নানের ভাগ্নি। আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করে মুফতি হান্নানকে তুমি চেন? আমি বলি মুফতি হান্নানকে তো আমি নিজেই চিনি না। আমার মেয়ের নামে অনেক অপপ্রচার চালানো হয়েছে। মানুষ নানারকম কথা বলে। আমি আমার মেয়ের নিঃশর্ত মুক্তি চাই।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লুমার বড় বোন কেয়া সরকার, সংগঠনের যুগ্ম আহ্বায়ক জালাল আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তখন লুমা ফেসবুক লাইভে বিভিন্ন উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করেন—এই অভিযোগে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় গত বুধবার (১৫ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিপ্রচাপড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয় লুৎফুন্নাহার লুমাকে। তিনি ওই গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। এছাড়া লুমা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী। গ্রেফতারের পর তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

/এসও/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া