X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

লালবাগে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৮, ০০:৩৬আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ০৮:১৫

লালবাগে আগুন (ছবিঃ সংগৃহীত )  

রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় প্লাস্টিক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বাবুল মিয়া বাংলা ট্রিবিউন’কে জানান, ইসলামবাগ আলীর ঘাট এলাকায় ওই প্লাস্টিক কারখানাটিতে রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, প্রথমে একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। কয়েক মিনিটের মাথায় তা আশেপাশে ছড়িয়ে পড়ে । আলীঘাটের আগুনে পুড়ে যাওয়া ঘুন্টিঘরগুলোতে প্লাস্টিকের কারখানা ছাড়াও নানারকম ভাঙ্গারিসহ অন্যান্য ব্যাবসা প্রতিষ্ঠান ছিল। ফায়ার সার্ভিসের  দেড় ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। ঈদের ছুটির কারণে এসব কারখানা ও দোকানগুলোতে কেউ ছিল না। 

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার জানান, ৮ থেকে ১০টি দোকান-ঘর পুড়েছে। এখন আগুন নিভে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, প্লাস্টিক এবং প্লাস্টিকের কেমিক্যাল থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একই কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এজন্য আগুন নেভাতে একটু সময় লেগেছে। ১৩টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি জানতে একটি কমিটি করা হবে।







তবে ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তারা প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন। 

/এনএল /এসএসএ/আরএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন