X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মাদক ব্যবসায়ীর গুলিতে আহত ৪ র‌্যাব সদস্য শঙ্কামুক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৮, ২৩:১১আপডেট : ১৩ অক্টোবর ২০১৮, ২৩:১৪

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর গুলিতে আহত হওয়া চার র‌্যাব সদস্য শঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও জানান, আহত চার র‍্যাব সদস্যের একজন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ও বাকি তিন জন ঢাকা সিএমএইচ–এ চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (১৩ অক্টোবর) ঢাকা সিএমএইচ– চিকিৎসাধীন র‌্যাব সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আহতরা হলেন– র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল শহীদুল ইসলাম ও সৈনিক আরিফুল ইসলাম।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম চট্টগ্রাম সিএমএইচে ভর্তি আছেন। বাকি তিন জন ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন। চার জনই শঙ্কামুক্ত।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘এই হামলায় র‌্যাবের মনোবল ভাঙেনি, বরং তারা আরও অভিযানের জন্য প্রস্তুত হয়েছে। যারা আহত হয়েছেন, সন্ত্রাসী আচমকা গুলি কিংবা হামলা করবে –এটার জন্য প্রস্তুত ছিলেন না বলে হয়েছেন। তবে তারা পাল্টা আক্রমণ করায় সন্ত্রাসী মারা গেছে। আশা করছি, বাকি সন্ত্রাসীদের র‌্যাব এই সূত্র ধরেই ধরতে পারবে। আমি মনে করি, র‌্যাবের মনোবল এই হামলায় একটুও ভাঙেনি। বরং আরও অভিযান করবে, সেজন্য প্রস্তুত রয়েছে।’

ঢাকা সিএমএইচ–এ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরা যুব সমাজকে ধ্বংস হতে দিতে পারি না। র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী মাদকবিরোধী অভিযানে নেমেছে। নির্মূল না হওয়া পর্যন্ত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। র‌্যাবের ওপর হামলাকারীদের চিহ্নিত করা গেছে। নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

র‌্যাবের কার্যক্রম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ ধরনের অভিযান পরিচালনা করছে বলেই আমরা জঙ্গি-সন্ত্রাসীদের দিক থেকে নিরাপদ রয়েছি। আমাদের র‌্যাব শুধু জঙ্গি-সন্ত্রাসী দমন নয়, মাদক কিংবা ভেজালবিরোধী অভিযানেও দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। যে কারণে র‌্যাবকে সাধারণ মানুষ আস্থা ও নিরাপত্তার প্রতীক মনে করে।’

এসময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে র‌্যাব মহা-পরিচালক (ডিজি) বেনজির আহমেদসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ