X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ২০ হাজার পিস ইয়াবাসহ সোহাগ পরিবহনের চালক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৮, ১৭:২৯আপডেট : ২০ অক্টোবর ২০১৮, ১৭:২৯

 ইয়াবাসহ আটক বাস চালক

২০ হাজার পিস ইয়াবাসহ সোহাগ পরিবহনের এক চালককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার চালকের নাম মো. আনিছুল হক দুলাল (৪৮)। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুর। তার বিরুদ্ধে রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। র‌্যাব-২ এর ডেপুটি কমান্ডার মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। 

 তিনি জানান, শনিবার (২০ অক্টোবর) সকাল ৭টার দিকে রাজধানীর ডিআইটি রোড এলাকা থেকে আনিছুল হক দুলালকে গ্রেফতার করে র‌্যাব-২ এর সদস্যরা। 

র‌্যাব কর্মকর্তারা আরও জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে রমনা থানার সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ হসপিটাল সংলগ্ন নবাবী খানাপিনা রেস্তোরা ১১৩ ডিআইটি রোডে অভিযান চালায় র‌্যাব। কক্সবাজার থেকে একটি ইয়াবার চালান লেনদেন হওয়ার খবর ছিল তাদের কাছে। র‌্যাব সদস্যদের দেখে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এসময় আনিছুল হক দুলালকে র‌্যাব সদস্যরা তাড়া করে গ্রেফতার করে। গ্রেফতার দুলাল ইয়াবার চালান সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে প্রথমে অস্বীকার করে। পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন ধরে সোহাগ স্ক্যানিয়া গাড়ির ড্রাইভার হিসাবে কক্সবাজার টু ঢাকা রোডে যাতায়াত করে। অভিজাত গাড়ির ড্রাইভার হিসাবে লোক চক্ষুর অন্তরালে খুব সহজেই (নিষিদ্ধ মাদক) ইয়াবা পাচার করে আসছে। আজকের চালানটি সরবরাহ করার জন্য ৮০ হাজার টাকা পাওয়ার কথা ছিল তার।

গ্রেফতার আসামী জিজ্ঞাসাবাদে আরও জানায়, বর্তমান যুব সমাজে ইয়াবার ব্যাপক চাহিদা থাকায় চড়া দামে বিক্রয়ের উদ্দেশ্যে সে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নিত্য নতুন কৌশল ব্যবহার করে ইয়াবা ট্যাবলেট রাজধানীসহ বাংলাদেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।

র‌্যাব আরও জানায়, আসামিকে জিজ্ঞাসাবাদে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছাই করে ভবিষ্যতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আটক বাস চালকের কাছ থেকে উনিশ হাজার সাতশ বিশ পিস ইয়াবা, আট হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

 

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
রৌমারীতে চেয়ারম্যান প্রার্থীর ওপর প্রতিপক্ষের হামলা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস