X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

১৩ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০১৮, ২২:২৪আপডেট : ২৫ অক্টোবর ২০১৮, ২২:২৮

১৩ শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেশের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ভর্তিবাণিজ্য, আর্থিক দুর্নীতি ও ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২২ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে উপসচিব আনোয়ারুল হক স্বাক্ষরিত আদেশে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ নির্দেশ দেওয়া হয়।

আদেশে রাজধানীর রাজউক উত্তরা কলেজের বৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে মাসিক বেতন আদায়ের অভিযোগে তদন্তের নির্দেশ দেওয়া হয়। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তিবাণিজ্যের অভিযোগ তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিমতসহ প্রতিবেদন পাঠাতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ‘সতরবাড়ী বেগম রাবেয়া মেমোরিয়াল হাইস্কুল’এর  নাম বেআইনিভাবে পরিবর্তনের প্রস্তাবের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পোড়ারচর আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন না করা ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।

দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া স্কুল অ্যান্ড কলেজে বিধি ও পরিপত্র লঙ্ঘন করে কলেজ পরিদর্শকের মাধ্যমে অসম্পূর্ণ কমিটি গঠন করার অভিয়োগ তদন্তের নির্দেশ দেয় মন্ত্রণালয়। অধ্যক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়।

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মালা শহীদ আসাদুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেওয়া হয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে। 

এছাড়া, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার মাহমুদপুর গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাউনিয়ার চর এমএল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বশিরউদ্দিন ফাউন্ডেশন হাইস্কুলের প্রধান শিক্ষক, কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার কাঁঠালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার নিকরাইল বেগম মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হোসেনপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক এবং সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাউতান নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় মন্ত্রণালয়।

 

/এসএমএ/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
তাপমাত্রা বাড়ায় কিছু লোডশেডিং হলেও এখন অবস্থা ভালো: নসরুল হামিদ
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
১০ ও ১১ মে রাজধানীতে সমাবেশ করবে বিএনপি
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
এক থানা থেকে দুই এসআই তিন এএসআই ও এক কনস্টেবলকে প্রত্যাহার
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সব শিক্ষা প্রতিষ্ঠানে দুই কবির জন্মবার্ষিকী পালনের নির্দেশ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া