X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

প্রতিবন্ধীদের জন্য ৫ ভাগ কোটা সংরক্ষণের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ২২:১৩আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ২২:১৫

প্রতিবন্ধীদের জন্য ৫ ভাগ কোটা সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের জন্য ৫ ভাগ কোটা সংরক্ষণের দাবি জানিয়েছে প্রতিবন্ধীদের অধিকার আদায়ের সঙ্গে যুক্ত কয়েকটি সংগঠন। রবিবার (২৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনগুলোর নেতারা। সংবাদ সম্মেলন সঞ্চালন করেন উইমেন উইথ ডিজঅ্যাবিলিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডাব্লিউডিডিএফ) নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি। স্বাগত বক্তব্য রাখেন মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী নযরানা ইয়াসমিন হিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিডির থিমেটিক এক্সপার্ট এমডি জাহাঙ্গীর আলম।
সংবাদ সম্মেলনে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৫ ভাগ কোটা শর্তহীনভাবে সংরক্ষণ করার দাবি জানানো হয়। এই পাঁচ ভাগ কোটাকে প্রতিবন্ধীদের ধরন অনুযায়ী ভাগ করে দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির চাকরিতে কোটার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৫ ভাগ কোটা সুনির্দিষ্টভাবে সংরক্ষণ, সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে ৫ ভাগ কোটা সংরক্ষণ, নিয়োগের প্রক্রিয়ায় কোটা পূরণে নারী ও পুরুষের সমতা নিশ্চিত এবং প্রতিবন্ধী নারীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের সরকারি ও বেসরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে অংশ নেয়, একসেস বাংলাদেশ ফাউন্ডেশন, ব্লাস্ট, সিসিডি, ডিডাব্লিউএস, ডিসিএফ, ডিআরআরএ, এমজেএফ, এনসিডিডাব্লিউ, সাইটসেভারস, এসডিএসএল, টার্নিং পয়েন্ট, ভিআইপিএস এবং ডাব্লিউডিডিএফ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিতে বিদ্যমান ৫৫ ভাগ কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৪ অক্টোবর প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে সব ধরনের কোটা সংরক্ষণের ব্যবস্থা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। কিন্তু, ঢালাওভাবে পুরো কোটা পদ্ধতি বাতিল করতে গিয়ে সরকার প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এর নির্দেশনা অনুযায়ী, সংরক্ষিত প্রতিবন্ধী ব্যক্তিদের কোটা ও বয়স শিথিলের বিষয়টি বিবেচনায় রাখেনি। এমন কি এ সংক্রান্ত কোনও নির্দেশনাও জারি করা পরিপত্রে নেই।

/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
‘স্বাভাবিক পরিবেশে বাঁচতে প্রত্যেককে গাছ রোপণ করতে হবে’
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস