X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বাসচাপায় দুই শ্রমিক নিহত, মালিবাগ-রামপুরা সড়ক রণক্ষেত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৯:১০আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৯:৩৪

মালিবাগ-রামপুরা সড়ক (ছবি: আমানুর রহমান রনি)

রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়ায় দুই পোশাক শ্রমিক নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে শ্রমিকরা। এসময় অন্তত অর্ধশত বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়াও দুটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই এলাকায় পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। তবে এই ঘটনায় অভিযুক্ত চালককে আটক করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে মালিবাগের চৌধুরীপাড়ায় নাহিদ পারভিন পলি (২০) ও মিম আক্তার (১৫) নামে দুই শ্রমিক বাসচাপায় নিহত হয়। এই খবর রামপুরা ও মালিবাগের পোশাক কারখানাগুলোতে ছড়িয়ে পরলে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় তারা বাসে ইটপাটকেল নিক্ষেপ করে।

মালিবাগ-রামপুরা সড়ক (ছবি: নাসিরুল ইসলাম)

সরেজমিনে দেখা গেছে, মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়ে পড়ে। অবিলম্বে দোষী চালকের বিচারের দাবিতে নারী-ও পুরুষ শ্রমিকরা সড়ক অবরোধ করে। এসময় মালিবাগ হাজীপাড়ায় দুটি বাস জ্বলতে দেখা যায়। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত রামপুরা-মালিবাগ সড়ক বন্ধ থাকে। 

এসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকে ঘোষণা দেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে গাড়ি চলাচল শুরু হয়।

মালিবাগ-রামপুরা সড়ক (ছবি: নাসিরুল ইসলাম)

এ ব্যাপারে ডিএমপির ট্রাফিক পুলিশের সার্জেন্ট সুব্রত কুমার দেব বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে মীম (১৫) ও পারভীন (২০) নামে দুই পোশাক শ্রমিক চৌধুরীপাড়া এলাকায় রাস্তা পার হচ্ছিল। এসময় সুপ্রভাত নামে একটি যাত্রীবাহী মিনিবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মীমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় পারভীনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভীনের মৃত্যু হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মালিবাগ-রামপুরা সড়ক (ছবি: আমানুর রহমান রনি)

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফজলুল করিম বলেন, ‘দুই শ্রমিক নিহত হওয়ার পর বাস ও চালককে আটক করা হয়েছে। তাকে আইনের আওতায় আনা হয়েছে। তবে বিক্ষুব্ধ শ্রমিকরা এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের বুঝিয়ে সড়কটিতে গাড়ি চলাচল স্বাভাবিক করেছি।’

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচল শুরু হয়েছে। দুই শ্রমিক নিহতের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আইনগতভাবে যা যা করার সুযোগ আছে সেই অনুযায় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মালিবাগ-রামপুরা সড়ক (ছবি: আমানুর রহমান রনি)

পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় ৫-৬ জন পুলিশ আহত হয়েছেন। এদের মধ্যে মতিঝিল জোনের এডিসি নাজমুন নাহার গুরুতর আহত হন। তাকে রাজধানীর আগারগাঁও চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউটে নেওয়া হয়েছে। এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিভিয়ে ফেলেছে। সড়ক থেকে ক্ষতিগ্রস্ত বাসগুলোকে সরিয়ে নেওয়ার জন্য কাজ করছে ট্রাফিক পুলিশ।

 

/এআরআর/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?