X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আইইউবিতে দুই সাবেক শিক্ষার্থীর বইয়ের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৩

 

আইইউবিতে শেরিফ আল সায়ারের ‘খাঁচাবন্দি মানুষেরা’ গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন অমর একুশে গ্রন্থমেলায় এসেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সাবেক দুই শিক্ষার্থী বিধান রিবেরু ও শেরিফ আল সায়ারের নতুন দুই বই। এ উপলক্ষে মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের উদ্যোগে মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বইমেলায় আদর্শ প্রকাশনী নিয়ে এসেছে শেরিফ আল সায়ারের গল্পগ্রন্থ ‘খাঁচাবন্দি মানুষেরা’। আর কথাপ্রকাশ এনেছে বিধান রিবেরুর ‘চলচ্চিত্র বোধিনী’।

অনুষ্ঠানের শুরুতে শেরিফ আল সায়ারের ‘খাঁচাবন্দি মানুষেরা’ গ্রন্থ নিয়ে পাঠ প্রতিক্রিয়া জানান কথাসাহিত্যিক ও আইইউবির সহযোগী অধ্যাপক ড. আহমাদ মোস্তফা কামাল। পরে বিধান রিবেরু’র ‘চলচ্চিত্র বোধনী’ গ্রন্থ ও বাংলা চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন আইইউবির মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জি এম শহীদুল আলম।

বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে সাবেক দুই ছাত্রের সৃষ্টিশীল কাজ নিয়ে বলতে গিয়ে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মাহবুব আলম বলেন, ‘একটা বিশ্ববিদ্যালয়ে যে শুধু অংকই শেখানো হয় কিংবা কম্পিউটার সায়েন্সের সূত্র বা ইলেকট্রিক্যালের সূত্র বা সোশ্যাল সায়েন্স শেখানো হয় তা নয়। এর ভেতর দিয়ে নিজের জনগোষ্ঠীকে দেখার একটা অন্তঃদৃষ্টি সৃষ্টি হয়। এই অন্তঃদৃষ্টি যখন একজন মানুষের মধ্যে আসে তখনই সে প্রকাশ করতে চায়। কেউ গল্প লিখে, কেউ প্রবন্ধ লিখে কিংবা কবিতা লিখে সেটা প্রকাশ করে’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. খোশরু মো. সেলিম। তিনি বলেন, আমাদের দুই সাবেক শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেও সাহিত্য নিয়ে কাজ করছেন, এটা অত্যন্ত আনন্দের।

মোড়ক উন্মোচনের আগে দুই সাবেক শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় ও শিক্ষকদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি পরিচালনা করেন আইইউবির প্রভাষক নাভিলা রহমান নদী।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
দিনাজপুরে একসঙ্গে ২০ হাজার কণ্ঠে গীতা পাঠ
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই