X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের প্যানেল পরিচিতিসভায়ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ১৭:৪৬আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৭:৫৪

অপরাজেয় বাংলার পাদদেশে মঞ্চ বানিয়ে ছাত্রলীগের প্যানেল পরিচিতিসভা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে নিজেদের দলীয় প্যানেলের পরিচিতিসভা করেছে ছাত্রলীগ। বুধবার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সভা হয়। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে মঞ্চ স্থাপন করে সভা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ।

ডাকসু নির্বাচনের আচরণবিধির ৭ ধারায় বলা হয়েছে, কোনও প্রার্থী বা তার পক্ষে কোনও ছাত্র সংগঠন, কোনও ব্যক্তি বা গোষ্ঠী গেইট, তোরণ, ঘের নির্মাণ, প্যান্ডেল, ক্যাম্প, শামিয়ানা, মঞ্চ স্থাপন ও আলোকসজ্জা করতে পারবেন না।

এ পরিচিতিসভায় অংশ নেন– ছাত্রলীগের কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও হল শাখার নেতাকর্মীরা। ডাকসুর কেন্দ্রীয় সংসদে ছাত্রলীগের প্যানেলের ২৫ জন প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। একে একে প্রার্থীরা নিজেদের পরিচয় দিয়ে নির্বাচিত হলে কী কী করবেন তা তুলে ধরেন এবং নিজেদের ব্যালট নম্বর উল্লেখ করে শিক্ষার্থীদের কাছে ভোট চান।

ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলের নাম সম্মিলিত শিক্ষার্থী সংসদ। সম্মিলিত শিক্ষার্থী সংসদের ডাকসু নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনও মঞ্চ নির্মাণ করিনি। আমরা ফ্লোরে বসেছি। পেছনে দু’টি ব্যানার ও একটি ডায়াস ছিল। আমরা নির্বাচনের আচরণবিধি মেনে প্রচারণা চালাচ্ছি।’

উল্লেখ্য, প্রচারণা শুরুর পর থেকে আচরণবিধি লঙ্ঘনেন অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। ভিপি পদে প্রার্থীরর রঙিন ব্যানার সাঁটানো, অছাত্র ও বহিরাগতদের নিয়ে প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে ছাত্রলীগের বিরুদ্ধে। এ ছাড়া, বিরোধী প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের হুমকিরও অভিযোগ রয়েছে।

 

/আরজে/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
ওটিটিতে উঠলো মস্কোজয়ী ‘আদিম’
গাজার স্বাস্থ্যকেন্দ্রে ৪০০ ইসরায়েলি হামলা
গাজার স্বাস্থ্যকেন্দ্রে ৪০০ ইসরায়েলি হামলা
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
উ. কোরিয়ার হুমকির মুখে কূটনৈতিক সতর্কতা বাড়ালো দ. কোরিয়া
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
অবশেষে সমুদ্রশহরকে ভিজিয়ে দিলো স্বস্তির বৃষ্টি
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা
মে দিবসে ফুঁসে উঠলেন সিনেমা শ্রমিকরা