X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর জন্মদিনে ঢামেকে কেক কাটল পথশিশুরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০১৯, ২১:২১আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:৩৫

 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পথশিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে পথশিশুরা কেক কেটে দিবসটি উদযাপন করেছে। এছাড়া একইসঙ্গে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  দিনভর ফ্রি চিকিৎসা সেবা এবং রোগীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ রবিবার (১৭ মার্চ) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত জরুরি বিভাগ ও বহির্বিভাগ বিনামূল্যে সকল চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও প্যাথলজি বিভাগেও কিছু পরীক্ষা-নিরীক্ষা ফ্রি করা হয়।

হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, আমরা জাতির জনকের জন্মদিনটি উৎসবের মধ্য দিয়ে পালন করছি। আজ সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে সভাকক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর ওপরে আলোচনা করা হয়েছে।

পরিচালক বলেন, হাসপাতালের রোগীদের মাঝে বিশেষ খাবার দেওয়া হয়েছে। খাবারের মধ্যে ছিল পোলাও, রোস্ট, মুরগির রেজালা, ডিমের কোরমা, মিষ্টিসহ  নানারকম আইটেম। 

এছাড়া শিশু ওয়ার্ডগুলোকে সুসজ্জিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু বিভিন্ন ফেস্টুন ব্যানার প্রদর্শন করা হয় এবং তাতে লেখা ছিল ‌'খুশির দিন সুখের দিন বঙ্গবন্ধুর জন্মদিন’; ‘বঙ্গবন্ধুর জন্মদিন হাসি খুশিতে হউক রঙিন।'

এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (ঢামেক শাখার) কর্মকর্তারা বিভিন্ন কর্মসূচি পালন করেন। নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারি জানান, সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা নানা কর্মসূচি পালন করেছি। কর্মসূচির মধ্যে ছিল,  সকালের দিকে ঢামেক জরুরি বিভাগে সংগঠনের কার্যালয় জন্মদিন উপলক্ষে কেক কাটা ও পথশিশুদের খাবার খাওয়ানো। পরে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

 

/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
মিল্টনের আশ্রমের দায়িত্ব পেলো শামসুল হক ফাউন্ডেশন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
ওপারের গোলার বিকট শব্দে কেঁপে উঠছে টেকনাফ
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
নিজ বুদ্ধিমত্তায় যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?