X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

একটি আইফোন উদ্ধারের কাহিনি

নুরুজ্জামান লাবু
২২ মার্চ ২০১৯, ০৯:৫৮আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৬:০৮

একটি আইফোন উদ্ধারের কাহিনি

তুর্কি এক ব্যবসায়ী ঢাকায় এসেছিলেন কাজে। সাতদিন আগে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে নিজের আইফোনটি হারিয়ে ফেলেন তিনি। এতে মাথায় আকাশ ভেঙে পড়ে তার! কারণ, এই আইফোন দিয়েই তিনি পাঁচটি দেশের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। সেখানেই ছিল ব্যবসা সংক্রান্ত কোটি টাকার হিসাব-নিকাশও। এরপর দ্রুত যোগাযোগ করেন তিনি ঢাকার তুর্কি দূতাবাসে। একই সঙ্গে আকিজ গ্রুপের সঙ্গে ব্যবসায়িক লেনদেন থাকায় যোগাযোগ করেন তাদের সঙ্গেও। বিষয়টি যায় ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের কাছে। তিন দিনের টানা চেষ্টায় আইফোনটি যশোর থেকে উদ্ধারের পর বৃহস্পতিবার (২১ মার্চ) সেটি ফেরত দেওয়া হয় ওই ব্যবসায়ীকে।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের উপ-কমিশনার মো. আলিমুজ্জামান বলেন, ‘দারমস ওমর নামের ওই ব্যবসায়ী আমাদের কাছে আসার পর আমরা প্রযুক্তির সহায়তায় আইফোনটি উদ্ধার করি। আইফোনটি উদ্ধার করতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। ফোনটি উদ্ধার করে ফেরত দিতে পারাটা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। আমরা সেটি করতে সক্ষম হয়েছি।’
পুলিশ কর্মকর্তারা জানান, গত ১৪ মার্চ রাত ২টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ব্যবসায়ী দারমস ওমর। এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখেন তার কাছে মোবাইল ফোনটি নেই। বিষয়টি তিনি বিমানবন্দরের কর্তব্যরত কর্মকর্তাদের জানান। পরদিন বিষয়টি জানান তুর্কি দূতাবাসে। দূতাবাসের পক্ষ থেকে সাইবার সিকিউরিটি ইউনিটকে তা জানানো হয়। সাইবার সিকিউরিটির একটি টিম এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায়, লাল শার্ট পরা এক ব্যক্তি মানি এক্সচেঞ্জের একটি কাউন্টার থেকে আইফোনটি নিয়ে যাচ্ছেন। দারমস ওই মানি এক্সচেঞ্জের দোকান থেকে ডলার ভাঙিয়ে সেখানে ফোনটি ফেলে এসেছিলেন।

সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আজহারুল ইসলাম মুকুল জানান, তারা ইমিগ্রেশন পুলিশের সহায়তায় লাল্টু হোসেন নামে ওই ব্যক্তিকে চিহ্নিত করেন। কিন্তু মোবাইল নিয়ে যাওয়া ওই ব্যক্তি মালয়েশিয়া থেকে ডিপোর্ট হয়ে দেশে এসেছেন। তার কোনও পাসপোর্ট ছিল না। দূতাবাসের একটি কাগজে শুধু তার নাম ও ছবি ছিল। এ কারণে তার বিস্তারিত ঠিকানা বের করাও কঠিন হয়ে পড়ে। পরে এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাল্টুর সঙ্গে আরেক ব্যক্তিকে চিহ্নিত করা হয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তার পরিচয়ও উদঘাটন করে। তবে আসের উদ্দিন মল্লিক নামে ওই ব্যক্তিও মালয়েশিয়া থেকে ডিপোর্ট হয়ে ঢাকায় এসেছিলেন। তারও বিস্তারিত ঠিকানা ছিল না। তবে আসের উদ্দিনের নথিপত্রে থাকা একটি মোবাইল নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় যশোরের ১১ জনের তথ্য সংগ্রহ করা হয়। পরে সেখান থেকে চিহ্নিত করা হয় মোবাইল ফোন নিয়ে যাওয়া ওই ব্যক্তিকে।

পুলিশ কর্মকর্তা আজহারুল ইসলাম মুকুল বলেন, ‘আমাদের একটি টিম যশোর গিয়ে ওই ব্যক্তির কাছ থেকে মোবাইলটি উদ্ধার করে নিয়ে আসে। সে মোবাইলটি পড়ে থাকতে দেখে সেটি এয়ারপোর্টের কাউন্টারে জমা না দিয়ে নিয়ে গিয়েছিল বলে জানায়।’ তিনি বলেন, ‘ডিপোর্ট হয়ে শূন্যহাতে দেশে ফিরে আসার কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে কোনও আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল বিদেশি নাগরিকের হারানো মোবাইল ফোনটি উদ্ধার করা।’

বৃহস্পতিবার আইফোনটি ফেরত পাওয়ার পর আবেগে আপ্লুত হয়ে পড়েন ব্যবসায়ী দারমস ওমর। তিনি জানান, এর আগেও হংকংয়ে একটি মোবাইল ফোন হারিয়েছিল তার। কিন্তু সেখানকার পুলিশ তা উদ্ধার করতে পারেনি।
দারমস ওমর জানান, বাংলাদেশের পুলিশ তার আইফোনটি উদ্ধার করতে পারবে তা প্রথমে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না। মোবাইল ফোন হাতে পেয়ে তিনি বাংলাদেশের পুলিশকে উন্নত দেশের পুলিশের সঙ্গে তুলনা করেন।
পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ থেকে পণ্য আমদানি করা একজন ব্যবসায়ীর গুরুত্বপূর্ণ এই জিনিসটি উদ্ধার করতে না পারলে অনেক দুর্নাম হতো। সেই দুর্নামটা আমরা ঘোচাতে পেরেছি।’

/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৮ এপ্রিল, ২০২৪)
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই