X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বৈশাখে ছোটদের জন্য ‘ইকরি মিকরি’ পত্রিকা শুরু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ এপ্রিল ২০১৯, ২৩:৫১আপডেট : ১৪ এপ্রিল ২০১৯, ১৪:২১

ইকরি মিকরি পড়ালেখার চাপের বাইরে ছোটদের আনন্দের এক স্বপ্নরাজ্য হয়ে এসেছে ‘ইকরি মিকরি’। এটি তাদের জন্য প্রকাশিত পত্রিকা। এতে তারা মন খুলে নিজেদের ভালো-মন্দ, ইচ্ছা-অনিচ্ছা, অভিযোগ-স্বপ্ন শেয়ার করবে গল্পে কিংবা ছড়ায় অথবা যেকোনও মাধ্যমে এঁকে। তাদের অংশগ্রহণ থাকবে এই পত্রিকার পাতায় পাতায়।
বৈশাখ ১৪২৬ উপলক্ষে বেরিয়েছে ‘ইকরি মিকরি’র প্রথম সংখ্যা। এতে রয়েছে আব্দুল্লাহ আবু সায়ীদের ‘আমার শৈশবে নদী’, রফিকুন নবীর ‘আমার বৈশাখ’, শাহাবুদ্দিন আহমেদের ‘ছেলেবেলার বৈশাখ’। ছয়টি গল্প ইমদাদুল হক মিলনের ‘বাবান ও টুনটুনি পাখি’, ইমতিয়ার শামীমের ‘সূর্য্যি মামা রাগে কালবোশেখি আসে’, তরিকুল ইসলামের ‘চৈত্র সংক্রান্তি’, মনি হায়দারের ‘আকালু দেশের বুড়ো’, মাশুদুল হকের ‘একটা সবুজ পুটুস’ ও মানবের ‘তারমিনো’।
ছড়ার তালিকায় আছে সুকুমার বড়ুয়ার ‘কালবোশেখী’, মাহমুদউল্লাহর ‘আমার বোশেখ’, ধ্রুব এষের ‘মনে আছে মনে থাকবেই’, আনজির লিটনের ‘ছুটি নিয়ে ছোটাছুটি’, ব্রত রায়ের ‘বৈশাখী মেলায়’, চন্দন চৌধুরীর ‘তোমায় দিলাম’, কাজী তাহমিনার ‘বারো মাসের ছড়া’। কমিকস আহসান হাবীবের ‘পটলা ক্যাবলা’, মেহেদী হকের ‘দাদু নাদু’। ফিচারগুলো হলো তুষার আব্দুল্লাহর ‘সবুর করে বরষাতে হোক ইলিশ ভোজ’, সালেক খোকনের ‘বাহাপরব’, মোমিন রহমানের ‘হালখাতা’, নয়ন রহমানের ‘গাঁয়ের বৈশাখ’ ও সাজ্জাদুল ইসলাম নাবিলের ‘বায়োস্কোপ’।
বৈশাখ সংখ্যা ১৪২৬ আরো আছে পৃথা প্রণোদনার ‘নালন্দার বৈশাখ ও আমি’, শামামতা বিন্দাহর ‘স্কলাসটিকায় আমার বৈশাখ’, গানে গানে ‘বোশেখের মিষ্টি মুখ’। পটচিত্রে নিখিল চন্দ্র দাসের পটের ছড়া, নিয়মিত বিভাগে ছবি লেখো গল্প আঁকো, খনার বচন, হাপুস হুপুস গাপুস, আঁকার ঘর, শব্দজট, ছবির ধাঁধাঁ, আঁকো কাটো বানাও, একটা কিছু বানাই আমার রবীন্দ্রনাথ। ফটোফিচারে ঘোড়া দৌড়, রঙিন বৈশাখ, শোলার পাখি, ট্যাপা পুতুল, কাঠের পুতুল, লক্ষ্মী সরা, শখের হাঁড়ি, নাগরদোলা।
ছবি এঁকেছেন রফিকুননবী, আব্দুস শাকুর শাহ, আহসান হাবীব, খালেদা ফারজানা জাহান, নিয়াজ চৌধুরী তুলি, দেওয়ান আতিকুর রহমান, চিন্ময় দেবর্ষি, সব্যসাচী মিস্ত্রী, সারা টিউন, বিপ্লব চক্রবর্তী, শামীম আহমেদ, মানব গোলদার, নাজমুল হাসান মাসুম, তন্ময় হাসান, আরাফাত করিম, চঞ্চল বিশ্বাস, রামিন, আয়ান।
ইকরি মিকরির উদ্যোক্তা চিত্রশিল্পী মাহবুবুল হক বলেন, ‘শিশুদের মানসিক বিকাশে সৃজনশীলতা চর্চার চেয়ে গুরুত্বপূর্ণ আর কী হতে পারে? সেজন্য অংশগ্রহণমূলক একটি পত্রিকার কথা ভেবেছি আমরা। প্রতি মাসে যদি অনেক রকম ছবি, গল্প, ছড়া, কার্টুন, কমিকস, পাতায় পাতায় সৃজনশীল চর্চা আর মজার সব কান্ডকারখানা ঘটানো যায় সবাই মিলে, মন্দ কী! এমন ভাবনা থেকে ইকরি মিকরি পত্রিকার জন্ম।’
৯৬ পৃষ্ঠার ইকরি মিকরির মূল্য ১০০ টাকা। পত্রিকাটি সংগ্রহের জন্য ০১৮১৭৫৪৮১৯১, ০১৭২৭৬৫৬৫৪৯, ০১৬১৭০৭২৩৭৩ নম্বরে ফোন করতে হবে। এছাড়া ওয়েবসাইট www.ikrimikriworld.com অথবা ফেসবুক পেজে www.facebook.com/ikrimikriworld বিস্তারিত জানা যাবে।
তিন বছর ধরে শুধু ছোটদের উপযোগী ৫০টির বেশি রঙিন বই বের করেছে ইকরি মিকরি। শিশু-কিশোরদের পাশাপাশি বড়দেরও মন জয় করেছে এগুলো।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
রোহিঙ্গাদের জন্য আরও তহবিল সংগ্রহে আইওএম’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
সারা দেশে গাছ কাটা নিয়ন্ত্রণে হাইকোর্টের রুল
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
এ বছর পুলিৎজার পেলো ৩ সংবাদমাধ্যম
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক অব্যাহত
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র