X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সুপ্রিম কোর্টের রেস্টুরেন্টে পচা মুরগি, জরিমানা ২ লাখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ১৯:৩১আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:৩৩

জব্দ পচা মাংস ফ্রিজে পচা মুরগি পাওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের রেস্টুরেন্ট ‘প্যালেস’কে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় এ জরিমানা করা হয়।

সমিতির সভাপতি এ এম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপাতত রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা ও রেস্টুরেন্টটি আগামী রবিবার (২৩ জুন) পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। রবিবার আমরা কমিটির সবাই বসে রেস্টুরেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

এর আগে বিকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সদস্য আইনজীবী শামীম সরদারের নেতৃত্বে সমিতির কয়েকজন সদস্য অভিযান চালিয়ে দুর্গন্ধযুক্ত আস্ত পচা মুরগি উদ্ধার করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুপুরে ক্যান্টিনের খাবারে মাছি পাওয়া নিয়ে এক আইনজীবী ফেসবুক স্ট্যটাস দেন। এরপর বিষয়টি আইনজীবী সমিতির দৃষ্টিগোচর করা হলে তারা সমিতি ভবনের চারতলায় অবস্থিত রেস্টুরেন্ট অলিম্পিয়া প্যালেসে অভিযান চালায়। তখন তারা ফ্রিজের অস্বাস্থ্যকর পরিবেশে থাকা পচা মুরগি, মসলামিশ্রিত মুরগি ও সালাদ উপকরণ উদ্ধার করেন।

এদিকে সরেজমিনে দেখা গেছে, রেস্টুরেন্ট পচা মুরগি পাওয়ার ঘটনা দ্রুততম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ায় আইনজীবীরা রেস্টুরেন্টের সামনে ভিড় জমান। তখন তারা রেস্টুরেন্টের লাইসেন্স বাতিল, সমিতির সঙ্গে করা লিজ বাতিল ও জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি জানান।

ঘটনার পর আইনজীবী সমিতির সদস্য শামীম সরদার কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে জরুরি বৈঠক করেন। পরে ওই বৈঠকে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী এ এম আমিন উদ্দিন, সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাসহ কয়েকজন আইনজীবী যোগ দেন। পরে সমিতির সম্পাদক রেস্টুরেন্টের ম্যানেজার সোহানের কাছে পচা মুরগি রাখার বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করেন। একপর্যায়ে রেস্টুরেন্টের ভেতরে ও বাইরে অবস্থানরত আইনজীবীরা রেস্টুরেন্টটির সঙ্গে সমিতির লিজ বাতিল করার দাবি জানান।

 

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল