X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্য অধিদফতরের সেই আবজাল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০১৯, ১৯:৫১আপডেট : ২৭ জুন ২০১৯, ১৯:৫৫

স্বাস্থ্য অধিদফতরের হিসাবরক্ষক আবজাল হোসেন। দুদকের অনুসন্ধান অনুযায়ী শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্বাস্থ্য অধিদফতরের মেডিক্যাল এডুকেশন শাখার হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আবজাল হোসেন ও তার স্ত্রী রুবিনা খানমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটি মামলা আবজাল ও তার স্ত্রী এবং আরেক মামলায় শুধু আবজালকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়েছে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর মামলা দু’টি দায়ের করেন। মামলা নম্বর ৪ ও ৫। মামলা দু’টিতে ২৮৪ কোটি টাকা পাচার ও তথ্য গোপনসহ ৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, রুবিনা খানমের ট্রেড লাইসেন্সে স্বাস্থ্য অধিদফতরের অধীনে থাকা বিভিন্ন হাসপাতালে প্রারম্ভিক মূলধন ছাড়াই যন্ত্রপাতি ও মালামাল সরবরাহ করতেন আবজাল। নিয়ন্ত্রণ করতেন দরপত্র। রহমান ট্রেড ইন্টারন্যাশনালের নামে চলতো তাদের ব্যবসা। তাদের অবৈধ আয়কে বৈধ করতে রুপা ফ্যাশন নামে আরও একটি ব্যবসা প্রতিষ্ঠান করা হয় রুবিনার নামে। তফসিলি ব্যাংকগুলোতে ২৭টি বিভিন্ন ধরনের ব্যাংক হিসাব আছে প্রতিষ্ঠান দু’টির নামে। ব্যাংক হিসাবগুলোর লেনদেন অস্বাভাবিক।

মামলার অভিযোগে আবজালের আয়-ব্যায়ের সঙ্গতি নিয়ে প্রশ্ন তোলা হয়। তার ব্যাংক হিসাবেও অস্বাভাবিক লেনদেন পেয়েছে দুদক।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪’এর ২৬ (২) এবং ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করাসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০০৯’এর ৪(২) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২’এর ২(ফ) ধারায় বর্ণিত মানি লন্ডারিং জনিত অপরাধে ৪(২) (৩) ধারা, ১৯৪৭ সনের ২ নম্বর দুর্নীতি প্রতিরোধ আইনে ৫(২) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দু’টি দায়ের হয়।

 

/ডিএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস