X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষণের দায়ে সাত কারখানা বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ২১:০৪আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:১৩

পরিবেশ অধিদফতরের অভিযান রাজধানীর উত্তর বাড্ডার সাঁতারকুল এলাকার ছয়টি ওয়াশিং ও একটি প্লাস্টিক কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদফতর। বুধবার (১৭ জুলাই) অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং পরিচালক রুবিনা ফেরদৌসী এ অভিযান পরিচালনা করেন।

রুবিনা ফেরদৌসী জানান, অভিযানে আশরাফ ওয়াশিং প্লান্ট, প্রাইম ওয়াশিং প্লান্ট, মায়ের দোয়া ওয়াশিং প্লান্ট, স্টার ওয়াশিং (দি শাহীন ডিজাইন), সুমনের ওয়াশিং প্লান্ট, শাইনিং ওয়াশিং প্লান্ট এবং তেজো প্লাস্টিক কারখানা বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পরিবেশের ক্ষতি করায় কারখানা মালিকদের আগামী ২১ জুলাই পরিবেশ অধিদফতরে মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ে শুনানির জন্য হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

রুবিনা ফেরদেীসী জানান, দীর্ঘদিন ধরে সাতারকুলে ওয়াশিং কারখানাগুলো পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও ইটিপি নির্মাণ না করে কারখানার উৎপাদিত অপরিশোধিত তরল বর্জ্য খালে ফেলে পরিবেশ দূষণ করছে। পরিবেশ অধিদফতর এসব কারখানা কর্তৃপক্ষকে একাধিকবার পরিবেশ দূষণের দায়ে ক্ষতিপূরণ ধার্য্য করে সতর্ক করে এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ করে দূষণ নিয়ন্ত্রণের নির্দেশ দেয়। কিন্তু, বারবার তাগিদ দেওয়া পর কারখানা মালিকরা ইটিপি কার্যকর না করে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ছাড়াই কারখানা পরিচালনা করতে থাকেন এবং দূষণ অব্যাহত রাখে। তাই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকছুদুল ইসলাম ও আসিফ শরীফ রহমান, উপপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, পরিদর্শক মো. মির্জা আসাদুল কিবরীয়া ও পরিবেশ অধিদফতরের ঢাকা মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মোসাদ্দেক হোসেন রাজিব উপস্থিত ছিলেন।

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
দারুণ সেঞ্চুরিতেও রাব্বির কাছে ম্লান সাকিব
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
খিলগাঁওয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
ফুটবল লেখকদের ভোটে বর্ষসেরা ফডেন
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ