X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বন্যায় গত ১৪ দিনে ১০১ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৯, ১১:০৩আপডেট : ২৫ জুলাই ২০১৯, ১২:৩১

বন্যায় তলিয়ে গেছে ঘরবাড়ি (ফাইল ফটো) গত ১৪ দিনে (১০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত) সারা দেশে বন্যার কারণে ১০১ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে, ডায়রিয়া, সাপে কামড়, বজ্রপাত, বিদ্যুতায়িতসহ পানিবাহিত অন্যান্য রোগে তাদের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। অসুস্থ হয়েছেন এক হাজার দুইশ’ ৯৫ জন। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘পানিতে ডুবে ৮৩ জন, বজ্রপাতে ৭ জন, সাপে কামড়ে ৮ জন, শ্বাসতন্ত্রে সংক্রমণে একজন এবং অন্যান্য কারণে দুই জনের মৃত্যু হয়েছে। শুধু জামালপুরে ৩৩ জন মারা গেছেন।’ তিনি জানান, বন্যার পানি কোথাও কোথাও নেমে গেছে। এখন সেসব জায়গায় সাপে কামড়ের মৃত্যুর চেয়ে চর্মরোগ, ডায়রিয়াসহ পানিবাহিত রোগে মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। 
ডা. আয়েশা আক্তার বলেন, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, শরীয়তপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, হবিগঞ্জ, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, চাঁদপুর, বান্দরবান, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারসহ মোট ২৭টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এসব জেলার ২২৪টি উপজেলার মধ্যে ৭৬টি উপজেলায় বন্যার প্রকোপ বেশি। সেসব উপজেলায় ৩১৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব বন্যাকবলিত এলাকায় ২ হাজার ৪১৫টি মেডিক্যাল টিম কাজ করছে। 

/জেএ/ওআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
গাজায় পানি শূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক গর্ভবতী নারী
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
দিয়াবাতেকে ছাড়া মোহামেডানের হোঁচট, ৫ গোলের ম্যাচে ব্রাদার্সের চমক
সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
মুক্ত গণমাধ্যম দিবসে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানসাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছেন, ব্যতিক্রম থাকতেই পারে
জন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
৩৫তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসবজন্ম আর মৃত্যুর সুরেলা মেলবন্ধনের প্রতিধ্বনি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ