X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ১ সেপ্টেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১৪:১৫আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৪:১৭

খালেদা জিয়া মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা পৃথক দুটি মামলায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (৫ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ কারাগারের দ্বিতীয় ভবনে স্থাপিত ঢাকার অতিরিক্ত মহানগর হাকিমের অস্থায়ী আদালতে এ বিচার কাজ শুরু হয়। এসময় খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন জানায় আসামি পক্ষ। সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ নির্ধারণ করে আদেশ দেন বিচারক আসাদুজ্জামান নুর।

খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার আসামি খালেদা জিয়া অসুস্থ। তিনি এখন হাসপাতালে আছেন। তাই আমরা এ মামলায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করেছি।’

এর আগে গত বছরের ৩১ জুলাই এই দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

উল্লেখ্য, একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে ২০১৬ সালের ৩ নভেম্বর ঢাকার মহানগর হাকিম আদালতে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ মামলায় ২০১৭ সালের ১২ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

অন্যদিকে, মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০১৬ সালের ১৭ নভেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়।

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’
‘দেশের মানুষের ঘাড়ে জগদ্দল পাথর চেপে বসেছে, তা নামাতে হবে’
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
মে দিবসে শ্রমিক জোটের সমাবেশ ও লাল পতাকা মিছিল
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা