X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

‘বিশ্ববিদ্যালয়কে দেখতে হবে সামগ্রিক প্রেক্ষাপটে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৯, ২০:৩১আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ২১:৩৯

এসএম শামীম রেজা বর্তমান ছাত্র রাজনীতি প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক এসএম শামীম রেজা বলেন, ‘একরৈখিকভাবে নয়, বিশ্ববিদ্যালয়কে সামগ্রিক প্রেক্ষাপটে দেখতে হবে। ছাত্রদের নিয়ে আলোচনা শুরু হবে যখন তারা ঢাকা শহরে এসে কোনও দাবিতে বসবে। আবার এক লাখ শিক্ষার্থীর মধ্যে যে টিকছে তাকে মেধাবী বলা হচ্ছে না। মেধাবী হওয়ার জন্য বিশেষ বিশেষ কিছু শর্ত লাগছে। তখন আমরা তকমা দিই। এই বিশেষ তকমাগুলো যখন যোগ হয় তখন তারা আবার বিশেষ নিরাপত্তা দাবি করে।’

শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘শিক্ষাবান্ধব পরিবেশ: প্রতিবন্ধকতা ও প্রত্যাশা’ শীর্ষক বৈঠকিতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।

ছাত্ররাজনীতির কারণে শিক্ষাঙ্গনে সৃষ্ট বৈষম্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘একটি প্রতিষ্ঠানের মধ্যে ক্যাটাগরি করা হয়েছে। এজন্য বিশেষ বিশেষ জায়গা বেষ্টনী দিয়ে আটকানো আছে। সেখানে মিটিং হয় না, মিছিল হয় না। সেখানে ল্যাবগুলো সংরক্ষিত। অন্যদিকে, সারাদিনের জন্য এমন কিছু জায়গা ফেলে রাখা হয় যেখানে মাইক বাজবে, ঢোল পেটাবে। ছাত্রাবাসগুলোও একই রকম। কোনও কোনও জায়গায় বিশেষ প্রটেকশন দেওয়া হয়। কারণ সে অতি মেধাবী, আবার কোনও কোনও জায়গায় প্রোটেকশন পায় না, কারণ মেধার ক্যাটাগরির মধ্যে সে পড়ে না। অন্য ধরনের বৈষম্যের মধ্যে ফেলা হয়।’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকে আমাদের ব্যক্তিগত ইতিহাস বলতে চাই। আমরা সবাই আক্রান্ত হয়েছি, অস্বস্তির মধ্যে পড়েছি। চার বছরের কোর্স সাত বছরে করেছি। বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেছি। দিনশেষে প্রশ্ন– আমি কেনো ওখানে একটি নিরাপদ পরিবেশ পাইনি? আমরা যখন শিক্ষাপ্রতিষ্ঠানকে জেনারেলাইজড করি তখন আমাদের স্মরণ থাকে না যে এর মধ্যে অনেকগুলো স্তর আছে। সেই স্তরে যারা থাকেন, তাদের ঘাটতির জন্য, গাফিলতির জন্য দায়ভার নিতে হয় অন্যদের।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নেন– বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ডিন সাদেকা হালিম, ইউল্যাবের গবেষণা বিভাগ সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটির (সিইএস) পরিচালক সাজিদ অমিত এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।   

রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হয়।

 

/এসও/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
প্রাথমিক বিদ্যালয় খুলছে কাল
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
আরও ২-৩ দিন পর্যবেক্ষণে থাকবে সুন্দরবনের আগুন লাগা এলাকা
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা গণহত্যা মামলা চালাতে ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?