X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

৪১তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৯, ২০:৪০আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ২০:৪৪

৪১তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি শিগগির আগামী নভেম্বরে ৪১তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করবে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। এতে নিয়োগ পাবেন ২ হাজার ১৩৫ জন। পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক বলেন, নভেম্বরে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে আশা করছি। এ বিষয়ে চলতি সপ্তাহ বা আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নভেম্বরের কোন সময় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তা নিশ্চিত করেননি চেয়ারম্যান।
পিএসসি সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদাপত্র অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করার বিষয়টি চূড়ান্ত করা হচ্ছে। পিএসসির জনসংযোগ শাখা থেকে জানা গেছে, নভেম্বর মাসের প্রথম দিকেই বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
৪১তম বিসিএসসে শিক্ষা ক্যাডারে নেওয়া হবে ৯১৫ জনকে। প্রশাসন ক্যাডারে ৩২৩, পুলিশে ১০০, স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা নেওয়া হবে ২২ জন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) ১১ জন, সহকারী বার্তা নিয়ন্ত্রক পাঁচ জন, সহকারী বেতার প্রকৌশলী ৯ জন, জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী ৩৬ জন এবং ২০ জনকে সহকারী বন সংরক্ষক পদে নেওয়া হবে।
পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, আনসারে ২৩ জন, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাব রক্ষক (নিরীক্ষা ও হিসাব) ২৫ জন, সহকারী কর কমিশনার (কর) ৬০ জন, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি) ২৩ জন এবং সহকারী নিবন্ধক ৮ জন নেওয়া হবে। সহকারী পোস্ট মাস্টার জেনারেল পদে ২ জন, মৎস্যে ১৫ জন, পশুসম্পদে ৭৬ জন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ১৮৩ জন ও বৈজ্ঞানিক কর্মকর্তা ৬ জন, বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক ৪ জনকে নেওয়া হবে।
এছাড়া পরিবার পরিকল্পনা কর্মকর্তা ৪ জন, খাদ্যে সহকারী খাদ্য নিয়ন্ত্রক ৬ জন ও সহকারী রক্ষণ প্রকৌশলী ২ জন, গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬ জন ও সহকারী প্রকৌশলী (ই/এম) ১৫ জনকে এই বিসিএসে নিয়োগ দেওয়া হবে।
গত বছরের ১১ সেপ্টেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪০তম বিসিএসের আবেদন নেওয়া শুরু হয় ৩০ সেপ্টেম্বর থেকে। আবেদন করেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। গত ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফল প্রকাশিত হয় ২৫ জুলাই। এতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী।

 

 

/এসএমএ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
ব্রাজিলে বৃষ্টিপাতে মৃতের সংখ্যা বেড়ে ৭৮, এখনও নিখোঁজ অনেকে
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
হারিয়ে গেছে প্রাণ, নদীর বুকে বুনছে ধান
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৪)
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
নারায়ণগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩
সর্বাধিক পঠিত
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?