X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী যেকোনও সময় গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৯, ০৩:০৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৩:১৬

সন্দেহভাজন গৃহকর্মী ধানমন্ডির এক বাড়িতে গৃহকর্ত্রী ও গৃহকর্মী হত্যার ঘটনায় অপর এক গৃহকর্মী জড়িত বলে প্রাথমিকভাবে সন্দেহ করছে পুলিশ। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থানের একাধিক এলাকাও চিহ্নিত করা হয়েছে। যেকোনও সময় তাকে গ্রেফতার করা হতে পারে বলে আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে জানা গেছে। ওই নারীকে গ্রেফতারে পুলিশ ও র‌্যাব আলাদাভাবে কাজ করছে। এছাড়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও তৎপর রয়েছে।

তবে ঘটনার একদিন পরেও হত্যাকাণ্ডের ঘটনায় কোনও মামলা করেনি গৃহকর্ত্রীর পরিবার।

শনিবার (২ নভেম্বর) তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

একজন পুলিশ কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই আমরা ওই নারীর একটি মোবাইল নম্বর পেয়েছি। সেটির কললিস্ট যাচাই বাছাই করা হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার অবস্থানও শনাক্ত করার চেষ্টা চলছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমরা ৭-৮ জনকে হেফাজতে রেখেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ থেকে নারীর ছবি ও ভিডিও উদ্ধার করেছি।’

তবে হত্যাকাণ্ডের একদিন পরেও কোনও মামলা করেনি গৃহকর্ত্রীর পরিবার। নিহত গৃহকর্ত্রী আফরোজা বেগম (৬৫) এবং গৃহকর্মী দিতির (১৭) ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তাদের লাশ হস্তান্তর করেছে পুলিশ। সন্ধ্যায় তাদের পরিবারের সদস্যদের মামলা করতে যাওয়ার কথা থাকলেও থানায় তারা কেউ যায়নি। রবিবার তারা মামলা করতে পারেন বলে জানা গেছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এখনও হত্যাকাণ্ডের ঘটনায় কোনও মামলা হয়নি। পরিবারের সদস্যরা আসলে মামলা হবে। তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা তদন্ত অব্যাহত রেখেছি। কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে রাখা হয়েছে।’

শুক্রবার (১ নভেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডির এক বাসার চার তলায় খুন হন আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতি। বাসায় একজন নতুন গৃহকর্মী কাজে আসার পরই তারা খুন হন। পুলিশের ধারণা ওই গৃহকর্মী খুনের সঙ্গে জড়িত। তাকে গ্রেফতার করলেই বিস্তারিত জানা যাবে।

ডিএমপির রমনা বিভাগের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুল্লাহ হিল কাফি বলেন, ‘আফরোজা বেগম গৃহকর্মী দিতি ও কেয়ারটেকার বাচ্চুকে নিয়ে থাকতেন। ঘটনার পর বাচ্চুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাচ্চু পুলিশ জানিয়েছে, একজন নতুন গৃহকর্মী শুক্রবার ওই বাসায় যোগ দিয়েছিলেন। বাচ্চুই ওই গৃহকর্মীকে নিয়ে আসেন। তবে তার পুরো নাম-ঠিকানা বাচ্চু জানে না।’

 

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
ভারতে আজ তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
বৃষ্টিতেই কাটলো ওয়াসার পানির সংকট
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৭ মে, ২০২৪)
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
খুলনায় আড়াই ঘণ্টার বৃষ্টিতে শহরে জলাবদ্ধতা
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস