X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

খোকাকে নেতাকর্মীদের শেষ শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০১৯, ১৭:১৫আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৮:৩৪




 ১৯৮৪ সাল থেকে বিএনপির সঙ্গে পথচলা শুরু মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার। দলের হয়ে নির্বাচন করে একাধিকবার সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন তিনি। সর্বশেষ ছিলেন অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র। দীর্ঘ রাজনৈতিক জীবনে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সঙ্গে খোকার জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি। রাজপথ কাঁপানো অনেক আন্দোলনেও অংশ নিয়েছেন এই কার্যালয় থেকে।

তবে পাঁচ বছরেরও বেশি সময় পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সেই দলীয় কার্যালয়ে খোকা আসেন কফিনবন্দি হয়ে। প্রিয় নেতাকে বিদায় দিতে ও তার জানাজায় অংশ নিতে পল্টনের রাস্তায় নামে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল।

বৃহস্পতিবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাদেক হোসেন খোকার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তার জানাজা পড়ান জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা নেসারুল হক। জানাজাকে কেন্দ্র করে নয়াপল্টনে সড়কের দুই পাশে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষে কানায় কানায় পূর্ণ ছিল।

 এরআগে, বাংলাদেশ জাতীয় সংসদে খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা জানানোর জন্য। সেখান থেকে ১টা ৪০ মিনিটের নয়াপল্টনে কার্যালয়ের সামনে নেওয়া হয় তার মরদেহ।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে কারাদণ্ড দিয়েছে। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ আমরা সাদেক হোসেন খোকার প্রিয় রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে তার জানাজা পড়তে দাঁড়িয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, তাকে যেন জান্নাত দান করেন।

সরকারের অত্যাচার-নির্যাতনে সারাদেশের মানুষ অতিষ্ঠ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, আজ এ সময়ে আমরা আমাদের সহযোদ্ধা সাদেক হোসেন খোকার জানাজা পড়ছি। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা কখনও পূরণ হওয়ার নয়।

 গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশনেত্রীকে মুক্ত করার জন্য সবচেয়ে বেশি দরকার ছিল খোকাকে, উল্লেখ করে তিনি বলেন, কিন্তু তিনি বড় অসময়ে আমাদের ছেড়ে চলে গেছেন।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। ১৯৮৪ সাল থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হন সাদেক হোসেন খোকা। ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯১ সালে তিনি বিএনপির দলীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি ক্রীড়া মন্ত্রণালয়, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি ঢাকার মেয়র নির্বাচিত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

 প্রসঙ্গত, গত সোমবার (৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে স্লোয়ান ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় সাদেক হোসেন খোকা মারা যান। মঙ্গলবার (৫ নভেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় বাদ এশা জ্যামাইকা মুসলিম সেন্টার মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে, বৃহস্পতিবার সকাল ৮টা ২৬ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এই মুক্তিযোদ্ধার কফিন।


আরও পড়ুন:
শহীদ মিনারে খোকাকে সর্বজনের শ্রদ্ধা 

সংসদ ভবনে খোকার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
খোকার মরদেহে মেয়র আতিকের শ্রদ্ধা



/এএইচআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
ইসলামী ব্যাংক থেকে রেমিট্যান্স নিয়ে গাড়ি জিতলেন কাপাসিয়ার মুঞ্জিল
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
এই তপ্ত রোদে কেমন আছেন ফুড ডেলিভারিম্যানরা?
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
কোয়ালিটি বিচারে দেশের শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
জোর করে ব্যাংকের একীভূতকরণ ঠিক হবে না: ড. ফরাসউদ্দিন
সর্বাধিক পঠিত
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ তদন্ত করবে ডিবি
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে
সজলের মুগ্ধতা অপির চোখে, জন্মদিনে